• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

ম্যানসিটি-টটেনহ্যামের ১০ গোল

  ক্রীড়া ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ০৯:৪৮
পৃথক ম্যাচে বড় জয় পেল ম্যানসিটি-টটেনহ্যাম (ছবি : সংগৃহীত)
পৃথক ম্যাচে বড় জয় পেল ম্যানসিটি-টটেনহ্যাম (ছবি : সংগৃহীত)

উয়েফা চ্যাম্পিয়নস লিগের পৃথক ম্যাচে মাঠে নামে দুই ইংলিশ জায়ান্ট ম্যানসিটি ও টটেনহ্যাম। দুদল মিলে পৃথক ম্যাচে মোট গোলে করেছে ১০টি! ম্যানসিটির জয়ে হ্যাটট্রিক করেছেন ইংলিশ তারকা রাহিম স্টার্লিং; এছাড়া জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। অপর দিকে, টটেনহ্যামের হয়ে জোড়া গোল পেয়েছেন দলের সেরা তারকা হ্যারি কেন ও সন হিউং-মিন।

মঙ্গলবার (২২ অক্টোবর) ঘরের মাঠে নামে ম্যানসিটি ও টটেনহ্যাম। 'সি' গ্রুপের ম্যাচে ইতালির ক্লাব আটালান্টার বিপক্ষে ৫-১ গোলের জয় পায় পেপ গার্দিওলার দল। এ দিকে 'বি' গ্রুপের ম্যাচে সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় তুলে নেয় গেলবারের রানার্স-আপরা।

ইতিহাদ স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে প্রথমে এগিয়ে ছিল আটালান্টা। ২৮তম মিনিটে রুসলান মালিনোভস্কির গোলে লিড নিলেও আগুয়েরোর জোড়া গোলে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে থাকে সিটিজেনরা।

ম্যানসিটির আক্রমণে ঘূর্ণির মতো ঘুরতে থাকা আটালান্টা দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে তৃতীয় গোলটি হজম করে। তরুণ ফিল ফোডেনের অ্যাসিস্টে গোলটি করেন রাহিম স্টার্লিং। মিনিট সাতেক পর সিটির ব্যবধান ৪-১ করেন রাহিম স্টার্লিং। রিয়াদ মহারেজের অ্যাসিস্টে ৬৯তম মিনিটে সিটির শেষ গোল তথা নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন স্টালিং।

এ দিকে নিজেদের মাঠে ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলের লিড নেয় টটেনহ্যাম। দ্বিতীয়ার্ধে আরও দুই গোলে ৫-০ ব্যবধানের বড় জয় পায় মাওরিসিও পচেত্তিনোর দল।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড