• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

প্রথম হাসি হাসল রিয়াল

  ক্রীড়া ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ০৮:৫৬
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে অবশেষে জয়ের দেখা পেল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। পিএসজির সাথে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে হোঁচট খায় ঘরের মাঠে ক্লাব ব্রুগের বিপক্ষে। জয় না পাওয়া রিয়াল শিবিরে অবশেষে স্বস্তি এসেছে- 'এ' গ্রুপের ম্যাচে তুর্কির ক্লাব গালাতাসেরের বিপক্ষে জয় পায় জিনেদিন জিদানের দল।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে গালাতাসেরের মাঠে যায় রিয়াল- যেখানে ০-১ গোলের জয় পায় লস ব্লাকোসরা। বলা যায় কষ্টের জয় ছিল এটি। তিন ম্যাচে কেবল এক জয় এক হার ও এক ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৪। শীর্ষে আছে একই রাতের আরেক ম্যাচে ক্লাব ব্রুগের বিপক্ষে ৫-০ গোলের জয় পাওয়া ফরাসি ক্লাব পিএসজি।

ম্যাচের ১৮তম মিনিটে জার্মান তারকা টনি ক্রুসের একমাত্র গোলটির কারণে বেঁচে যায় রিয়াল। পুরো ম্যাচে আর একবারও গোলের ভালো সুযোগ করতে পারেনি রিয়াল। বলা যায় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের হাতে।

রিয়ালের রক্ষণভাগের কারণেই মূলত মান বেঁচেছে জিদানের। মার্সেলো-রামোস, ভারানে ও কার্ভাহালের দুর্দান্ত ডিফেন্সে স্বাগতিকরা বল নিজেদের দখলে বেশি রাখলেও গোলের সুযোগ করতে পারেনি। এক জাত মিডফিল্ডার হয়ে পুরো ম্যাচে সর্বোচ্চ রেটিং পয়েন্ট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছে টনি ক্রুস।

তবে জিদানের ধন্যবাদ দিতে হবে রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে। দুর্দান্ত তিনটি সেভ করেছেন এই বেলজিয়াম গোলরক্ষক।

ইউরোপ সেরার লড়াইয়ে আগামী ৭ নভেম্বর ফিরতি লেগে রিয়ালের মাঠে আসবে গালাতাসেরে। ২৭ নভেম্বর সান্তিয়াগো বার্নাবুয়ে আসবে পিএসজি।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড