• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

এমবাপের হ্যাটট্রিকে পিএসজির অসাধারণ জয়

  ক্রীড়া ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ০৮:১৭
কিলিয়ান এমবাপে (ছবি : সংগৃহীত)
কিলিয়ান এমবাপে (ছবি : সংগৃহীত)

উয়েফা চ্যাম্পিয়নস লিগের 'এ' গ্রুপের ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রুগের বিপক্ষে গোল উৎসব করেছে ফরাসি জায়ান্ট পিএসজি। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের হয়ে হ্যাটট্রিক করেছেন বিশ্বকাপজয়ী ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপে। এছাড়া চলতি মৌসুমে ধারে খেলতে আসা আর্জেন্টাইন তারকা ইকার্দি করেছেন জোড়া গোল। মজার বিষয় হচ্ছে- অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন আরেক আর্জেন্টাইন ডি মারিয়া।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে প্রতিপক্ষের মাঠে ০-৫ গোলের বড় জয় পায় টমাস টুখেলের দল। 'এ' গ্রুপে তিন ম্যাচে তিনটিতেই জয় পেয়েছে ফরাসি জায়ান্টরা।

বাংলাদেশ সময় মধ্যরাতে শুরু হওয়া ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। ম্যাচের সপ্তম মিনিটে ডি মারিয়ার অ্যাসিস্টে গোল করেন ইকার্দি। প্রথমার্ধে অবশ্য আর গোল করতে পারেনি পিএসজি।

তবে দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে এরিক ম্যাক্সিম চুপো-মোটিংকে উঠিয়ে এমবাপেকে নামান কোচ- এতেই খেলার মূল ছন্দে ফিরে আসে পিএসজি। নামার মিনিট দশেকের মধ্যেই গোল পেয়ে যান এই ফরাসি তরুণ।

৬১তম মিনিটে একক প্রচেষ্টায় গোলটি করেন এমবাপে। দুই মিনিট পর এমবাপের অ্যাসিস্টে দারুণ এক গোলে পিএসজির ব্যবধান ৩-০ করে দেন ইকার্দি। দিশেহারা ক্লাব ব্রুগের জালে আরও দুবার বল জড়ান এমবাপে।

ম্যাচের ৭৯ ও ৮৩তম মিনিটে ডি মারিয়ার অ্যাসিস্ট থেকে শেষের গোল দুটি করেন পিএসজির তারকা এমবাপে। প্রতিপক্ষ নিজেদের মাঠে একটি গোলও করতে পারেনি। গ্রুপের তিন ম্যাচে একবারও জয়ের মুখ দেখা পায়নি তারা।

আগামী মাসের ৭ তারিখ পিএসজির মাঠে আসবে ক্লাব ব্রুগে। এরপর চ্যাম্পিয়নস লিগে ফরাসি জায়ান্টদের ম্যাচে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড