• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাকিবদের ডাকে সাড়া না দিয়ে পাকিস্তানের পথে নারী ক্রিকেটাররা

  অধিকার ডেস্ক    ২৩ অক্টোবর ২০১৯, ০০:২৫

নারী ক্রিকেটার
পাকিস্তান সফরের আগে অফিশিয়াল ফটোসেশনে নারী ক্রিকেটাররা ( ছবি : সংগৃহীত )

১১ দফা দাবিতে ক্রিকেট দলের শীর্ষ খেলোয়াড়রা ধর্মঘটের ডাক দেন গত সোমবার। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার কথা জানান সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমরা।

তাদের এই আন্দোলনে নারী ক্রিকেটারদের অংশগ্রহণ করার আহ্বান জানান আন্দোলনের মুখপাত্র সাকিব আল হাসান। তবে সাকিবদের ডাকে সাড়া দেননি নারী ক্রিকেটাররা।

৩টি টি-টোয়েন্টি ও ২ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে নারী ক্রিকেটাররা।

পাকিস্তান রওনা হওয়ার আগে এ দিন অফিশিয়াল ফটোসেশনে অংশ নিয়েছিলেন সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলমরা। সেই ছবি নিজের ফেরিফায়েড ফেইসবুকে পোস্ট করেছেন পেসার জাহানারা আলম।

ক্যাপশনে এই তারকা লিখেছেন, ‘লাহোরের উদ্দেশে রাতে ঢাকা ছাড়ছি। ৩টি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলার জন্য। আমাদের জন্য দোয়া রাখবেন।’

উল্লেখ্য, গত সোমবার ১১ দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়ে সাকিব আল হাসান তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, ‘আমরা এখানে মহিলা ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করতে পারিনি। কারণ এটা হঠাৎ করেই একটা সিদ্ধান্ত ছিল। তবে তাদের যদি দাবি দাওয়া থাকে, তবে মোস্ট ওয়েলকাম। আমি শিওর তাদের দাবি দাওয়া থাকবে।’

সাকিব আরও বলেন, ‘তারা যদি আসে, একাত্মতা প্রকাশ করে, তাদের দাবি দাওয়াগুলোও আমরা তুলে ধরতে পারব। অনূর্ধ্ব-১৯ দল যেহেতু বিশ্বকাপের প্রস্তুতিতে আছে আমরা তাই অনূর্ধ্ব-১৯ দলকে অন্তর্ভুক্ত করছি না।’

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড