• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশকে হালকাভাবে না নেয়ার হুঁশিয়ারি লক্ষ্মণের

  ক্রীড়া ডেস্ক

২২ অক্টোবর ২০১৯, ২২:০১
বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল (ছবি: সংগৃহীত)

আসন্ন নভেম্বরে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে ৩টি টি-টুয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজেই ভারতের বিপক্ষে খেলবে টাইগাররা।

দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সদ্য সমাপ্ত সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে ঘরের মাটিতে টানা ১১ সিরিজ জয়ের রেকর্ড গড়ল কোহলির দল। আর সে দলের বিপক্ষে তাদের মাটিতেই খেলতে যাচ্ছে বাংলাদেশ। আর এটা ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সিরিজ। তাই টি-টুয়েন্টি ও টেস্ট সিরিজে বাংলাদেশ ভারতের কাছে আত্মসমর্পণ করবে বলেই ধারণা সবার।

তবে সাবেক ভারতীয় ক্রিকেটার লক্ষ্মণ কোহলিদের বাংলাদেশকে হালকাভাবে না নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বাংলাদেশকে দক্ষিণ আফ্রিকার চেয়ে অভিজ্ঞ দল দাবি করে লক্ষ্মণ বলেন, ‘আমার মনে হয়, ভারত-বাংলাদেশ সিরিজে লড়াই হবে। বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার থেকে অভিজ্ঞ। সম্প্রতি বাংলাদেশের খেলোয়াড়রা দারুণ ফর্মে রয়েছে। সুতরাং ওদের হালকাভাবে নেওয়া ঠিক হবে না। টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ লড়াই করবে।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড