• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

১২ জন নিয়েও লজ্জাজনক হারের মুখে প্রোটিয়ারা

  ক্রীড়া ডেস্ক

২১ অক্টোবর ২০১৯, ১৯:১১
ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ
ইনিংস হারের পথে প্রোটিয়ারা (ছবি : সংগৃহীত)

রঁচিতে তৃতীয় দিনে মোট ১৬ উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। ফলোঅনে পড়ে আরেকটি বিশাল হারের মুখোমুখি ডু প্লেসি বাহিনী। ভারতের ৪৯৭ রানের জবাবে মাত্র ১৬২ রানে অলআউট হয় সফরকারীরা। এতে কোহলি ফলোঅনে পাঠায় প্রোটিয়াদের।

দ্বিতীয় ইনিংসেও দক্ষিণ আফ্রিকার করুণ দশা রাচিঁর ২২ গজে। প্রথম ইনিংসের জুবায়ের হামজা একমাত্র হাফসেঞ্চুরি করেন। দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ রানটি ডি ব্রুইনের, যিনি একাদশেই ছিলেন না। ডিন এলগার ২৬ রানের সময় উমেশ যাদবের বাউন্সারে মাথায় চোট পেয়ে মাঠের বাইরে চলে যান।

বিকল্প হিসেবে পরে ক্রিজে এসে ৩০ রানে অপরাজিত ব্রুইন। এতে দিন শেষে আট উইকেটে ১৩২ রান সংগ্রহ করেছে সফরকারী শিবির। ইনিংস ব্যবধানে জিততে ভারতের দরকার মাত্র দুই উইকেট। এখনো ২০৩ রানে পিছিয়ে আছে প্রোটিয়া শিবির।

দুই উইকেটে নয় রান নিয়ে তৃতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই প্লেসি আউট এক রানে। চতুর্থ উইকেটে ৯১ রানের জুটি গড়েন হামজা ও বাভুমা। তবে ৬২ রানে হামজা ও ৩২ রানে বাভুমা আউট হলে বিপর্যয়ে পড়ে সফরকারী শিবির। ১৩০ রানে আট উইকেট হারিয়ে বসে তারা। শেষদিকে লিন্ডে ৩৭ রান করলে দেড়শ রান পার করে প্রোটিয়ারা। ভারতের পক্ষে উমেশ যাদব তিনটি উইকেট নেন। এছাড়া শামি, নাদিম ও জাদেজা দুইটি করে উইকেট শিকার করেন।

৩৩৫ রানের বিশাল লিড নিয়ে প্রোটিয়াদের আবারও ব্যাটিংয়ে পাঠায় টিম ইন্ডিয়া। দ্বিতীয়বারও দ্রুত উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ২২ রানে চার ব্যাটসম্যান যায় প্যাভিলিয়নে। ২৬ রানের মাথায় বাউন্সারে মাঠ ছাড়েন এলগার। তৃতীয় সেশনে ব্রুইন এলগারের পরিবর্তে মাঠে নামলেও বিপর্যয় কাটাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। আর ভারতের উইকেটরক্ষক রিদ্ধিমান সাহা চোটে পড়ায় রিশভ পান্ট দায়িত্ব নেন উইকেট রক্ষণে।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড