• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

থাকছে বড় চমক, তবে আসছেন না মেসি

  ক্রীড়া ডেস্ক

২১ অক্টোবর ২০১৯, ১৫:০১
লিওনেল মেসি
আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি (ছবি: সংগৃহীত)

ঢাকায় আসছেন না আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। কারণ বহুল আলোচিত আর্জেন্টিনা-প্যারাগুয়ের ম্যাচটি আয়োজন করবে না বাফুফে। তবে আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বড় চমক দেখাবে বাফুফে।

আগামী মাসে মেসির আর্জেন্টিনা ও প্যারাগুয়ের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি আয়োজনের আগ্রহ দেখিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর এ ম্যাচকে ঘিরে তারা পরিকল্পনা সাজাচ্ছে বলেও জানানো হয়। তবে এবার জানা গেলো, আর্থিক অসঙ্গতি ও ভেন্যু জটিলতার কারণে ম্যাচটি আয়োজনের আগ্রহ হারিয়ে ফেলছে বাফুফে। বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ম্যাচ আয়োজন না করার কারণ হিসেবে বলেন, মাত্রই ফুটবল মৌসুম শেষ হওয়ায়, এ মুহূর্তে আন্তর্জাতিক মানের একটি খেলা আয়োজনের মতো অবস্থায় নেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

এছাড়া তিনি আরও বলেন, তার ওপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপের জন্য মাঠ এবং অবকাঠামোগত সংস্কারের বিষয়টিও রাখতে হচ্ছে চিন্তাভাবনায়। আর বড় দুটো দলের জন্য বিশাল অর্থ জোগাড়ের বিষয়টি তো থাকছেই।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড