• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চূড়ান্ত ভারত সিরিজের টেস্ট দল, তবে...

  ক্রীড়া ডেস্ক

২০ অক্টোবর ২০১৯, ২২:৩০
বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল (ছবি: সংগৃহীত)

নভেম্বরে স্বাগতিক ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তবে এ সফরের জন্য ইতোমধ্যেই ১৫ সদস্যের টি-টুয়েন্টি দল ঘোষণা করা হলেও এখনো টেস্ট দল ঘোষণা করা হয়নি। টি-টুয়েন্টি ও টেস্ট দল একসঙ্গে চূড়ান্ত করা হয়েছে, তবে ২৫ অক্টোবরের আগে টেস্ট দল ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।

চলছে জাতীয় ক্রিকেট লিগ। ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে লিগের তৃতীয় রাউন্ড। অন্যদিকে ২৫ অক্টোবর শুরু হবে ভারত সফরের অনুশীলন ক্যাম্প। তবে টেস্টে ডাক পাওয়া ক্রিকেটারদের লিগের আরও এক রাউন্ড খেলাতে চায় বিসিবি। তাই টেস্ট দল আর টি-টুয়েন্টি দল একসাথে চূড়ান্ত করা হলেও এখনো টেস্ট দল ঘোষণা করা হয়নি।

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলে, ‘আমরা চাই টেস্ট দলে যারা আছে, তারা আরও এক রাউন্ড খেলুক। তারপর আমরা দল ঘোষণা করব।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই টেস্ট দলের ক্রিকেটাররা জাতীয় লিগের তৃতীয় রাউন্ডটাও খেলুক। তাতে দীর্ঘ পরিসরের চর্চাটা হবে। সবাই মোটামুটি চার দিনের ম্যাচ খেলার মধ্যে থাকবে। খেলার সাথে থাকবে। তবে টি-টুয়েন্টি স্কোয়াডের সাথে ঠিক ২৫ অক্টোবরই তারা অনুশীলন শুরু করবে না। তাদের আরও এক রাউন্ড (যা শুরু হবে ২৪ অক্টোবর থেকে) খেলার সুযোগ করে দিতে চাই আমরা। তাতে করে টেস্টের প্রস্তুতিটাও হবে ভালো।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড