• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাকিব-তামিমের আগে রেকর্ড গড়লেন আশরাফুল

  ক্রীড়া ডেস্ক

২০ অক্টোবর ২০১৯, ১৭:৩৬
মোহাম্মদ আশরাফুল
রেকর্ড গড়লেন আশরাফুল (ছবি : সংগৃহীত)

বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মোহাম্মদ আশরাফুল। রবিবার ফতুল্লায় জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে হাফসেঞ্চুরি করেন তিনি। এতেই এ মাইলফলকের সঙ্গী হলেন এ ডানহাতি ব্যাটসম্যান।

আশরাফুলের আগে আট হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন তুষার ইমরান, নাঈম ইসলাম ও ফরহাদ হোসেন। ১১ হাজারের উপর রান করে তালিকার শীর্ষে তুষার। তিনি একমাত্র বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণিতে দশ হাজারের বেশি রান সংগ্রহ করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচ হাজার ৭৭৭ রান করেছেন সাকিব, তামিমের সংগ্রহ ছয় হাজার ৭১৩ রান। প্রথম শ্রেণির ক্যারিয়ারে মুশফিকের ব্যাট থেকে এসেছে ছয় হাজার ১৯৪ রান।

বরিশালের হয়ে এ ম্যাচে মাঠে নামার আগে মাইলফলক থেকে ৬৩ রান দূরে ছিলেন আশরাফুল। প্রথম ইনিংসে আউট হন ২১ রান করে। দ্বিতীয় ইনিংসে ৪২ রান করেই রেকর্ড স্পর্শ করেন আশরাফুল। পরে আরো ১৮ রান যোগ করে আউট হন তিনি। বরিশাল ও চট্টগ্রামের ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে। চট্টগ্রামের বিপক্ষে ৩৩৬ রানের টার্গেটে নেমে আশরাফুলের ব্যাটে ভর করে সাত উইকেটে ১৭৪ রান তোলে বরিশাল।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড