• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও বার্সেলোনায় যাচ্ছেন জামাল ভূঁইয়া

  ক্রীড়া ডেস্ক

২০ অক্টোবর ২০১৯, ১২:৫৬
জামাল ভূঁইয়া
জামাল ভূঁইয়া (ছবি : সংগৃহীত)

চলতি বছর স্প্যানিশ লা লিগায় অভিষেক হয়েছিল জাতীয় ফুটবল দলের অধিনায়ক-ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল ভূঁইয়ার। প্রথম বাংলাদেশি হিসেবে এইবারের বিপক্ষে লিওনেল মেসির বার্সেলোনার ম্যাচে ধারাভাষ্য দিয়েছিলেন তিনি। আবারো সেই বার্সেলোনায় যাচ্ছেন জামাল ভূঁইয়া।

শনিবার (১৯ অক্টোবর) দেশের কিছু গণমাধ্যমের সঙ্গে বাংলাদেশ অধিনায়ক নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত গল্প শুনিয়েছেন। সেখানেই তিনি জানিয়েছেন, আগামী মাসে বার্সেলোনায় যাচ্ছেন। ক্লাবের পক্ষ থেকে তাকে টিকিটও পাঠিয়ে দিয়েছে।

গত মৌসুমের শেষদিকের দুটি খেলায় ধারাভাষ্য দিয়েছিলেন জামাল। এই মৌসুমেও জাতীয় দল ও ক্লাব ফুটবলের ব্যস্ততা না বাড়লে লা লিগার অফিশিয়াল ফেসবুক পেজে নিয়মিত দেখা যাবে বাংলাদেশ অধিনায়ককে।

২০১৮ সালে জাতীয় দলের অধিনায়ক হয় জামাল ভূঁইয়া। অধিনায়ক হওয়ার পর নিজের পারফরম্যান্সে উন্নতিও হয়েছে উল্লেখ করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ। শুধু আমি নই, দলও বদলেছে। আমি অধিনায়ক হওয়ার পর নতুন এবং তরুণ খেলোয়াড় এসেছে দলে। জেমি ডেও অনেক পরিবর্তন করেছেন। সে আর সব কোচের মতো নন, যারা নিজেদের দরকারি বিষয়গুলো বাফুফেকে বলতে কিছুটা ভয় পায়। জেমি এটা সবসময় সরাসরি বলে।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড