• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারত সফরে কিপিং করবেন না মুশফিক

  ক্রীড়া ডেস্ক

২০ অক্টোবর ২০১৯, ১২:৪৫
মুশফিকুর রহিম
জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান (ছবি : সংগৃহীত)

জাতীয় ক্রিকেট লিগে উইকেটকিপিং করছেন না জাতীয় দলের নিয়মিত উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ভারত সফরেও উইকেট রক্ষণের ভূমিকায় দেখা যাবে না বলে ইঙ্গিত মুশফিকের। টেস্ট বা ওয়ানডে কিংবা টি-টুয়েন্টিতে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াতে বেশ পছন্দ করেন মুশফিক। বিশেষ করে টেস্টে ১২০-১৩০ ওভার গ্লাভস হাতে দাঁড়িয়ে থাকার পরও চার-পাঁচ নম্বরে ব্যাট তরতে দেখা গেছে তাকে।

তবু কিপিং ছাড়তে রাজি হচ্ছিলেন না তিনি। বিভিন্ন সময়ে ক্যাচ মিস বা স্ট্যাম্পিং মিসে ম্যাচের মোড় ঘুরে যাওয়াতে কম সমালোচনাও সহ্য করতে হয়নি তাকে। আসছে ভারত সফরে টেস্টে গ্লাভস হাতে নাও দেখা যেতে পারে মুশফিককে। জাতীয় ক্রিকেট লিগে এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি।

এনসিএলে এবারও কিপিং করছেন না মুশফিক। রাজশাহী বিভাগের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে নিজ থেকে কিপিং না করার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক। টেস্টে আরও বেশি ব্যাটিংয়ে মনোযোগ দিতে চান বগুড়ার এ ডান হাতি ব্যাটসম্যান। লাল বলের ক্রিকেটে ব্যাটিং নিয়ে আরো সময় দিতে মূলত কিপিংটা ছাড়ছেন তিনি।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড