• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুদ্ধে বাবাকে হারানো ছেলেটাই স্বপ্ন দেখাচ্ছে আফগানদের

  ক্রীড়া ডেস্ক

১৯ অক্টোবর ২০১৯, ২১:২৪
উভাইস আজিজি
আফগান গোলরক্ষক উভাইস আজিজি (ছবি: সংগৃহীত)

আফগানিস্তান নামটা শুনলেই চোখের সামনে ভেসে উঠে যুদ্ধের দামামা, অস্ত্র-বোমার ছবি। মানুষ হত্যা যেন সেখানে সাধারণ ব্যাপার। তবে গৃহযুদ্ধের ভয়াবহতাকে পাশ কাটিয়েও কিছু মানুষ স্বপ্ন দেখায় জনগণকে। ক্রিকেট কিংবা ফুটবল মাঠে প্রতিপক্ষকে হারিয়ে দেশের মানুষের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফোটায় তারা।

আন্তর্জাতিক ক্রিকেটে ইতোমধ্যেই নিজেদের প্রতিষ্ঠিত করেছে আফগানিস্তান। ফুটবলে ততটা নামডাক না থাকলে ধীরে ধীরে এগুচ্ছে। বাংলাদেশ ভারতের সঙ্গে একই গ্রুপে অংশ নিচ্ছে বিশ্বকাপের বাছাইপর্বে। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছেও তারা। আগামী ১৪ নভেম্বর মুখোমুখি হবে ভারতের।

বিশ্বকাপ বাছাইয়ে আফগানদের গোলপোস্ট সামলাচ্ছেন উভাইস আজিজি। এ গোলরক্ষক ছোটবেলায়ই হারিয়েছেন বাবাকে। এরপর আশ্রয় নিয়েছেন ডেনমার্কের শরণার্থী শিবিরে। তবে ডেনমার্কে বেড়ে উঠলেও দেশকে ভোলেননি তিনি। তাই তো এ ফুটবলার দেশের জার্সিকেই আপন করে নিয়েছেন।

প্রতিটা ম্যাচেই বাবার উদ্দেশে শূন্যে চুম্বন ছুঁড়ে দিয়ে তবেই নিজের গোললাইনে গিয়ে দাঁড়ান ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই ফুটবলার। এখনো ভোলেননি বাবাকে। ছোটবেলার সেই দুঃসহ স্মৃতি চারণ করতে গিয়ে উভাইয়াস বলেন, ‘আমি তখন খুব ছোট। সেই সময়ে আমার বাবা গৃহযুদ্ধে মারা যান। সেই ঘটনা আমি আর মনে করতে চাই না। খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের পরিবারকে যেতে হয়েছিল। পাঁচ ভাইবোনকে নিয়ে মা দেশ ছেড়ে আশ্রয়ের খোঁজে চলে যান ইরানে। সেখানে কয়েক দিন থাকার পরে ডেনমার্কে চলে আসি।’

নিজের সেই শরণার্থী জীবন নিয়ে তিনি বলেন, ‘ডেনমার্কেই আমার বেড়ে ওঠা। সেখানেই পড়াশোনা, ফুটবলের হাতেখড়ি। ডেনমার্কের মানুষ আমাকে আপন করে নিয়েছেন। কিন্তু দেশের কথা ভাবলে অন্যরকমের একটা অনুভূতি কাজ করে। আমার যুদ্ধবিধ্বস্ত, অশান্ত দেশের দিকে তাকালে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে।’

এছাড়া উভাইস আজিজি আরও বলেন, ‘আমার দেশে নিরাপত্তা কোথায়? সবার মা-বাবাই চান তাদের সন্তানরা যেন ভালো থাকে। এই মুহূর্তে আফগানিস্তানে সেই পরিস্থিতি নেই। দেশের বেশির ভাগ ফুটবলার ইউরোপ, আমেরিকা, এশিয়ার বিভিন্ন ক্লাবে খেলছে। দেশের ফুটবল লিগের কাঠামোও শক্তিশালী নয়। ৬-৭ মাস লিগ চললেও নিয়মিত ম্যাচ নেই, নিয়মিত ট্রেনিং নেই। সেই কারণেই দেশের বাইরের ক্লাবে খেলাটাই ভালো। বাইরের ক্লাবে খেলেই দেশের হয়ে নামার প্রস্তুতি নিয়ে থাকি আমরা।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড