• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক সিরিজে ছক্কার যত রেকর্ড গড়লেন রোহিত

  ক্রীড়া ডেস্ক

১৯ অক্টোবর ২০১৯, ২০:০৪
রোহিত শর্মা
সেঞ্চুরি উদযাপন করছেন রোহিত শর্মা (ছবি: সংগৃহীত)

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ সিরিজেই প্রথমবার টেস্ট ওপেনিংয়ে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন রোহিত শর্মা। সুযোগকে কীভাবে কাজে লাগাতে হয় দেখিয়ে দিলেন এ ব্যাটসম্যান। এখন পর্যন্ত সিরিজে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত।

মারকুটে এ ব্যাটসম্যান এ সিরিজে গড়েছেন একাধিক ছক্কার রেকর্ড। এখন পর্যন্ত সিরিজে তিনি হাঁকিয়েছেন ১৭টি ছক্কা। প্রথম ম্যাচে ১৩টির সঙ্গে চলমান টেস্ট মেরেছেন ৪টি ছক্কা। আর তাতেই এক সিরিজে সর্বোচ্চ ছক্কার মালিক এখন রোহিত। উইন্ডিজ ব্যাটসম্যান হেটমার এতদিন ১৫ ছক্কা হাঁকিয়ে এক সিরিজের সর্বোচ্চ ছক্কার মালিক ছিলেন। এছাড়া ভারতের হয়ে এতদিন এক সিরিজে ১৪ ছক্কা হাঁকিয়ে সর্বোচ্চ ছক্কার মালিক ছিলেন হরভজন।

এছাড়া দক্ষিণ আফ্রিকান অফ স্পিনার ডেল পিয়েতকেই এখন পর্যন্ত মেরেছেন ১১টি ছক্কা। এক সিরিজে কোনো বোলারের বিপক্ষে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডও এটি। এর আগে ২০০৮ সালে ভেট্টরির বলে ৮টি ছক্কা হাঁকিয়েছিলেন গিলক্রিস্ট। এ পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কার মালিকও এখন পর্যন্ত রোহিত। তিনি ছাড়িয়ে গেছেন বেন স্টোকসের ১৫ ছক্কাকে।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড