• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেইমারের বার্সায় না আসার কারণ জানালেন মেসি

  ক্রীড়া ডেস্ক

১৯ অক্টোবর ২০১৯, ১৫:৫২
নেইমার জুনিয়র ও লিওনেল মেসি
নেইমার জুনিয়র ও লিওনেল মেসি (ছবি: সংগৃহীত)

সর্বশেষ দলবদলে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়ে একের পর এক নাটকের জন্ম দিয়েছে পিএসজি, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাসের মতো ক্লাব। তবে সব নাটকের ইতি টেনে নেইমার রয়ে গেছেন পিএসজিতেই।

নেইমারকে দলে নিতে সবচেয়ে বেশি চেষ্টা চালিয়েছে তার সাবেক ক্লাব বার্সেলোনা। কিন্তু তাদের বেশ কয়েকটি প্রস্তাব ফিরিয়ে দেয় পিএসজি। তবে তখন মেসি জানিয়েছিল, নেইমারকে কেনার স্বদিচ্ছা ছিল না বার্সার।

এবার মেসি জানালেন নেইমারের না আসার ভিন্ন কারণ। মেসির মতে, বার্সার অনেকেই চায় না নেইমার বার্সায় আসুক। রেডিও মেট্রোতে এক সাক্ষাতকারে মেসি বলেন, ‘নেইমারকে বার্সেলোনায় ফেরানো এখন বেশ কঠিন। প্রথমত তাকে চলে যেতে দেখা কঠিন ছিল, দ্বিতীয়ত সে যেভাবে চলে গেল। আমাদের ক্লাবেই অনেকে আছেন, যারা নেইমারকে দলে দেখতে চায় না। তবে যদি খেলার কথা বলেন, তাহলে অবশ্যই বিশ্বের অন্যতম সেরা নেইমার।’

এছাড়া গুঞ্জন উঠেছিল ইনিয়েস্তার মতো মেসিও আজীবনের জন্য বার্সার সঙ্গে চুক্তি করবেন। কিন্তু সে গুঞ্জনকে উড়িয়ে দিলেন এ ফুটবলার। তিনি বলেন, ‘আমি এমন কোনো চুক্তি চাই না যেটি আমাকে বেঁধে রাখবে। আমি খুশি না থাকলে এখানে থাকতে চাই না। আমি আমার লক্ষ্যের জন্য প্রতিযোগিতা, পারফর্ম ও লড়াই করতে চাই। শুধু আমার চুক্তির জন্য এখানে থাকতে চাই না।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড