• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাতীয় ক্রিকেট লিগ

নাঈম-রানাদের স্পিন তোপে দাঁড়াতেই পারেনি বরিশাল

  ক্রীড়া ডেস্ক

১৯ অক্টোবর ২০১৯, ১৫:২৮
চট্টগ্রামের হয়ে চার উইকেট শিকার নাঈম হাসান (ছবি : সংগৃহীত)
চট্টগ্রামের হয়ে চার উইকেট শিকার নাঈম হাসান (ছবি : সংগৃহীত)

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে বরিশাল বিভাগের বিপক্ষে অঙ্কন-ইয়াসিরদের ব্যাটে প্রথম ইনিংসে ৩৫৬ রানের বড় স্কোর পায় চট্রগ্রাম। জবাবে নাঈম-রানাদের স্পিন তোপে ২১৬ রানেই অলআউট হয়েছে বরিশাল। ৩৪ ওভার ৩ বল করে ৯৯ রান দিয়ে একাই ৪ উইকেট পেয়েছেন নাঈম।

চট্টগ্রামের দেওয়া ৩৫৬ রানের জবাবে শনিবার (১৯ অক্টোবর) তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনে অপরাজিত থাকা মোহাম্মাদ আশরাফুল আজ ফেরেন ব্যক্তিগত ২১ রানে। পরবর্তী সময়ে লোয়ার অর্ডার ব্যাটসম্যান নুরুজ্জামানের ৬০ রানে কোনোমতে দুইশ পার করে বরিশাল।

বল হাতে দুটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান রানা, নোমান চৌধুরী ও মিনহাজুল আবেদিন আফ্রিদি। এছাড়া সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন নাঈম।

এরইমধ্যে তৃতীয় দিনে ১৪০ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে চট্টগ্রাম। দুই ওপেনার পিনাক ঘোষ ও ইরফান শুক্কুর আছেন উইকেটে। এখন পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ বিনা উইকেটে ১২ রান। (ফতুল্লার ম্যাচটি বৃষ্টির কারণে বন্ধ আছে)

সংক্ষিপ্ত স্কোর:

চট্রগ্রাম বিভাগ (প্রথম ইনিংস) ৩৫৬/১০(১৩৪.৩) মাহিদুল ইসলাম অঙ্কন ৯৩, ইয়াসির আলী ৭০। মনির হোসেন ৪/৯৯, মোসাদ্দেক ২/২৯।

বরিশাল বিভাগ (প্রথম ইনিংস) ২১৬/১০(৮২.৩) নুরুজ্জামান ৬০, রাফসান আল মাহমুদ ৪৯, শাহরিয়ার নাফিস ১৭। নাঈম হাসান ৪/৬২, মিনহাজুল আফ্রিদি ২/২৬।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড