• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেঞ্চুরি হাঁকিয়ে ভারত সফরের প্রস্তুতি সারলেন লিটন

  ক্রীড়া ডেস্ক

১৯ অক্টোবর ২০১৯, ১৫:২৯
লিটন কুমার দাস
লিটন কুমার দাস (ছবি: সংগৃহীত)

জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি হাঁকান তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান। তার অপরাজিত ২২০ রানের ওপর ভর করে ৫৫৬ রানের পাহাড়সম স্কোর করে ইনিংস ঘোষণা করে ঢাকা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় রংপুর। তবে দলের হাল ধরে গত দিনেই অর্ধশতক তুলে নেন লিটন কুমার দাস। এরপর তৃতীয় দিনেও দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখান তিনি। এ ব্যাটসম্যান খেলেন ১২২ রানের ঝকঝকে ইনিংস। সুমন খানের বলে আউট হওয়ার আগে ১৪ চার ১৮৯ বলে এ রান করেন তিনি।

এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করায় জাতীয় লিগের প্রথম ম্যাচ খেলতে পারেননি লিটন। আর এ ম্যাচ শেষেই ভারত সফরের প্রস্তুতিতে নেমে পড়বে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। তাই ভারতের বিপক্ষে খেলতে নামার আগে সেঞ্চুরি হাঁকিয়ে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন লিটন। এটি লিটনের ১৪তম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি।

শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুর সংগ্রহ ৫ উইকেটে ২৮৭ রান। নাঈম ইসলাম অপরাজিত আছেন ৯৯ রানে। অপর ব্যাটসম্যান তানভীর হায়দারের সংগ্রহ ৩২।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড