• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফিক্সিংয়ের দায়ে জেলে যাচ্ছেন এই আন্তর্জাতিক ক্রিকেটার

  ক্রীড়া ডেস্ক

১৯ অক্টোবর ২০১৯, ১০:৪৮
গুলামা বদি
গুলামা বদি (ছবি : সংগৃহীত)

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গুলামা বদিকে পাঁচ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঘটনা ২০১৫ সালের; তখন বদি ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন; এর মাধ্যমেই এক ভারতীয় বাজিকরের দেওয়া প্রস্তাবে রাজি হয়ে সাবেক ক্রিকেটারদের সহজে টাকা উপার্জনের অবৈধ পন্থা বাতলে দিয়েছিলেন।

ফিক্সিং নিয়ে ২০০৪ সালে একটি আইন করে দক্ষিণ আফ্রিকা, যেখানে ক্রীড়াক্ষেত্রে দুর্নীতিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়। সেই আইনের ধারা অনুযায়ী বদিকে ৫ বছরের সাজা দেওয়া হয়েছে। হওয়ার কথা ছিল ১৫ বছরের কারাদণ্ড। কিন্তু বদিকে ৫ বছরের সাজা দেওয়া হয়েছে। কারণ তার শাস্তির জন্য ৫ বছরের আবেদনই করেছিলো রাষ্ট্রপক্ষ, তাই এটিই অনুমোদিত হয়েছে।

বদির বিরুদ্ধে যে ৮টি অভিযোগ আনা হয়েছিল, তার সবকটিই প্রমাণিত এবং তিনি দোষও স্বীকার করে নিয়েছেন। বদি যে প্রথমবার এমন করেছেন তা নয়, এর আগেও অবৈধ কাজে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালে বদিকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে ২০ বছরের নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছিল।

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে দুটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিলেন ৪০ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড