• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

তাসকিনের খোঁজ নিলেন গাঙ্গুলি 

  ক্রীড়া ডেস্ক

১৯ অক্টোবর ২০১৯, ০৯:৫৮
তাসকিন আহমেদ ও গাঙ্গুলি (ছবি : সম্পাদিত)
তাসকিন আহমেদ ও গাঙ্গুলি (ছবি : সম্পাদিত)

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। দুদিন আগে কলকাতায় বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ভারতের অন্যতম সফল অধিনায়ক নিজ থেকেই টাইগার পেসার তাসকিন আহমেদের খোঁজ নিলেন।

তাসকিনের বর্তমান পরিস্থিতি জানতে চেয়ে গাঙ্গুলি বলেন, ‘আচ্ছা তোমাদের ওই ছেলেটা কোথায়। ওই যে ডান হাতে জোরে বল করে। হ্যাঁ তাসকিন। চোট থেকে সুস্থ হয়ে ফিরেছে তো?’

ইংল্যান্ড বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন থাকলেও প্রত্যাশা মোতাবেক সাফল্য পায়নি বাংলাদেশ। দ্বাদশ বিশ্বকাপে বাংলাদেশের এমন পরিস্থিতির কারণ বোলিং লাইনআপ। এমনটি উল্লেখ করে গাঙ্গুলি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। তবে বোলিং আক্রমণটাকে ঠিক করতে হবে। বিশ্বকাপে ওটাই বাংলাদেশকে ডুবিয়েছে।’

তাসকিনের ক্যারিয়াটা শুরু হয়েছিল দুর্দান্তভাবে। কিন্তু ইনজুরির সাথে লড়াই করতে করতে যেন ক্লান্ত হয়ে পড়েছেন এই তারকা পেসার। তবে বরাবরই চেষ্টা করেছেন ইনজুরির সাথে লড়াই করে আবার মাঠে ফিরতে। সে লড়াই যেমন এখনো চলছে। সদ্য শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের প্রথম দুই রাইন্ড খেলতে পারবেন না চোটের কারণে!

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড