• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভাইরাল সেই ভিডিও, নস্ট্যালজিক ক্রিকেট ভক্তরা

  ক্রীড়া ডেস্ক

১৮ অক্টোবর ২০১৯, ১৭:১৩
শচীন টেন্ডুলকার
আজ লারাকে টপকে রেকর্ড গড়েন শচীন (ছবি : সংগৃহীত)

এগারো বছর আগে আজকের দিনেই (১৮ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাকে ছাপিয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন শচীন টেন্ডুলকার। সেই ভিডিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। এতে নস্ট্যালজিক শচীন ভক্তরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহালিতে দ্বিতীয় টেস্টে টেন্ডুলকার এ কীর্তি গড়েছিলেন।

২০০৬ সালে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন লারা। সে সময়ে সর্বোচ্চ ১১ হাজার ৯৫৩ রানের মালিক ছিলেন তিনি। এর দুই বছর পর মাস্টার ব্লাস্টার’ পৌঁছে যান টেস্টে রানের শীর্ষে।অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ভারত খেলতে গিয়েছিল শ্রীলঙ্কায়। সে সফরে ছন্দ হারিয়ে ফেলেন তিনি। সে সিরিজে ১৭৭ রান করলে লারাকে টপকে যেতে পারতেন টেন্ডুলকার। তবে শ্রীলঙ্কার মাটিতে ছয়টি ইনিংসে মাত্র ৯৫ রান করেছিলেন শচীন।

মাঝে ওয়ানডে সিরিজে ছিলেন না চোটের কারণে। অজিদের বিপক্ষে পুরোদস্তুর ফিট হয়ে খেলতে নামেন শচীন। প্রথম টেস্টে ১৩ ও ৪৯ রান করে আউট হন। পরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৮ রানের ইনিংস খেলেন তিনি। ব্যক্তিগত ১৩ রানের সময়ই লারাকে টপকে মাইলফলক স্পর্শ করেন ভারতের ক্রিকেট কিংবদন্তি।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড