• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তান সফর করবে সাকিবরা, বিপিএল নির্ধারিত সময়ে

  ক্রীড়া ডেস্ক

১৮ অক্টোবর ২০১৯, ১৫:৫৩
বাংলাদেশ ও পাকিস্তান
বাংলাদেশ-পাকিস্তান সর্বশেষ বিশ্বকাপে মুখোমুখি হয় (ছবি : সংগৃহীত)

আসন্ন বঙ্গবন্ধু বিপিএল ঠিক সময়েই মাঠে গড়াবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেছেন, ঘরোয়া টি-টুয়েন্টির সবচেয়ে বড় আসর শুরু হচ্ছে পূর্ব নির্ধারিত সময়ে, অর্থাৎ ৬ ডিসেম্বর।

গত কয়েক দিন আগে গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে বলা হয়েছিল, পিছিয়ে যেতে পারে বিপিএল। ডিসেম্বরের মাঝামাঝি আবার জানুয়ারিতেও গড়াতে পারে বলে আভাস দিয়েছিলেন কর্মকর্তারা। তবে সেই শঙ্কা কেটে গেল বোর্ড সভাপতির কথায়। আগামী ১২ নভেম্বর প্লেয়ার্স ড্রাফট হবে বলেও ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি।

নাজমুল হাসান পাপন বলেন, ‘বিপিএলের সূচি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, ৬ ডিসেম্বরই শুরু হবে। আমাদের পাকিস্তান সফর রয়েছে, তাই এটি আমাদের চিন্তায় রেখেই যথাসময়ে বিপিএল শেষ করতে হবে। ১২ নভেম্বর হবে প্লেয়ার্স ড্রাফট। কারণ, আমাদের ১০ নভেম্বর পর্যন্ত ভারতে ম্যাচ রয়েছে। তাই আমরা ১২ নভেম্বর একটি তারিখ ঠিক করেছি।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘আসন্ন বিপিএলের জন্য ৩৯৩ জন খেলোয়াড় তালিকাভুক্ত হয়েছে। ৩৮ জন বিদেশি কোচ বিপিএলের জন্য আগ্রহ দেখিয়েছে। আমাদের নয়টি স্পন্সর রয়েছে। ড্রাফটের মাধ্যমে দলের খেলোয়াড়দের নির্বাচন করা হবে। এটি দলগুলোর সিদ্ধান্ত, এখানে আমাদের কিছুই করার নেই।’

খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আগের আসরগুলোতে যেভাবে খেলোয়াড়রা অর্থ পেয়েছিল, বিসিবি আয়োজন করায় তেমনটা হবে না। তবে এটি কেমন হবে, তা বলা যাচ্ছে না’।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড