• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাতীয় ক্রিকেট লিগ

সেঞ্চুরির কাছে এসে বিদায় ইমরুলের

  ক্রীড়া ডেস্ক

১৮ অক্টোবর ২০১৯, ১৫:৩৯
ইমরুল কায়েস (ছবি : সংগৃহীত)
ইমরুল কায়েস (ছবি : সংগৃহীত)

জাতীয় লিগের ২১তম আসরে খুলনা বিভাগের হয়ে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করা ইমরুল কায়েস দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি ছুঁইছুঁই করেও শতরান করতে পারেননি। রাজশাহী বিভাগের বিপক্ষে শুক্রবার (১৮ অক্টোবর) দ্বিতীয় দিনে ম্যাচে দারুণ ব্যাটিং করে দুর্ভাগ্যের শিকার হয়ে ৯৩ রানে ফিরে গেছেন ইমরুল।

এ দিন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় খুলনা বিভাগের অধিনায়ক আব্দুর রাজ্জাক। যেখানে প্রথমদিন মুস্তাফিজ, মিরাজ ও রাজ্জাকদের বোলিংয়ে রাজশাহীকে ২৬১ রানেই অলআউট করে খুলনা।

জবাবে এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে নেমে শূন্য রানে আউট হন সৌম্য সরকার। এরপর তাইজুলের বলে বিজয় ফিরেন ব্যক্তিগত ৩৪ রান করে। দলীয় ৮২ রানে দুই উইকেট হারালে খুলনার হাল ধরেন ইমরুল। দারুণ ব্যাটিং করে তুলে নেন অর্ধশত রান। ধীরে-ধীরে এগুতে থাকেন সেঞ্চুরির দিকে। কিন্তু ব্যক্তিগত ৯৩ রানে রান আউট হয়ে ফিরে যেতে হয় তাকে।

এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত খুলনার সংগ্রহ ৫ উইকেটে ১৯৫ রান।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড