• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চ্যাম্পিয়ন মুশফিকদের নাস্তানাবুদ করে ছাড়ল মিরাজ-মুস্তাফিজ

  ক্রীড়া ডেস্ক

১৭ অক্টোবর ২০১৯, ১৭:৫১
মেহেদী হাসান মিরাজ
রাজশাহীর বিপক্ষে চার উইকেট নেন মিরাজ (ছবি : সংগৃহীত)

জাতীয় ক্রিকেট লিগে মিরাজের স্পিন ঘুর্ণির কাছে টিকতে পারেনি রাজশাহী বিভাগ। প্রথম স্তরের দ্বিতীয় রাউন্ডের খেলায় ২৬১ রানে অলআউট হয়েছে মুশফিকরা। খুলনায় টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন স্বাগতিক দল। শুরুতেই মুস্তাফিজের আঘাতে ফিরে যান মিজানুর রহমান।

এরপর ৮১ রানের জুটি গড়েন জুনায়েদ ও অধিনায়ক পরহাদ হোসেন। সে জুটিও ভেঙে পড়ে মুস্তাফিজের হাত ধরেই। ৪৫ রান করে আউট ফরহাদ। ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। ২৩ রানে রুবেলের বলে বোল্ড হন তিনি। ৫১ রান করে জুনায়েদকে আউট করেন মিরাজ।

তবে মুশফিক টিকে থাকতে পারেননি। ২৪ রান করে বিদায় নেন জাতীয় দলের অভিজ্ঞ তারকা। শেষদিকে ফরহাদ রেজা ৪১ রান করেন। খুলনার হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। এছাড়া দুটি করে উইকেট নেন মুস্তাফিজ ও রুবেল।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে) রাজশাহী বিভাগ (প্রথম ইনিংস) ২৬১/১০(৮৫.৩) জুনায়েদ সিদ্দিকী ৫১, ফরহাদ হোসেন ৪৫, ফরহাদ রেজা ৪১ মিরাজ ৪/৩৮, রুবেল ২/৫১, মোস্তাফিজ ২/৬৪

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড