• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

২০২৩ বিশ্বকাপের সহ-আয়োজক হবে বাংলাদেশ!

  ক্রীড়া ডেস্ক

১৫ অক্টোবর ২০১৯, ২১:১৬
বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপ ট্রফি (ছবি: সংগৃহীত)

আইসিসির পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের একক আয়োজক ভারত। তবে ভারতের সঙ্গে টুর্নামেন্টটির সহ-আয়োজক হওয়ার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। দুবাইয়ে আইসিসি সভা শেষে দেশে ফিরে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

এর আগে ২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে সহ-আয়োজক হিসেবে বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল। এছাড়া উপমহাদেশে অনুষ্ঠিত হওয়া ১৯৮৭ ও ১৯৯৬ সালের বিশ্বকাপও কোনো দেশ এককভাবে আয়োজন করেনি। ১৯৮৭ সালে ভারতের সহ-আয়োজক ছিল পাকিস্তান। এছাড়া ১৯৯৬ সালে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল।

এবারও ভারতের সঙ্গে আয়োজক হওয়ার চেষ্টা চালাচ্ছে বিসিবি। এ ব্যাপারে পাপন সাংবাদিকদের বলেন, ‘চেষ্টা করছি (সহ-আয়োজক হতে)। যদি আমাদের নতুন স্টেডিয়ামটি (পূর্বাচলে) করতে পারি, কিছু ম্যাচ এখানে নিয়ে আসার বিষয়টি বলতে আমাদের সহজ হবে। সম্ভাবনা আছে, একেবারে যে নেই, তা না। এটা নিয়ে ওদের (ভারতের) কারও সঙ্গে কথা হয়নি। আমরা চেষ্টা করছি।’

এ ক্ষেত্রে বিসিবির প্রধান ভরসাই বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী। গাঙ্গুলী সভাপতি হওয়ায় সুবিধা হবে উল্লেখ করে বিসিবি সভাপতি আরও বলেন, ‘এটি খুব ভালো খবর যে সৌরভ গাঙ্গুলী বিসিসিআইয়ের সভাপতি হয়েছে। আমাদের জন্য এটা খুবই ভালো হবে। আমাদের সঙ্গে তার সব সময়ই ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক ছিল। এটা আরও ভালো হবে।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড