• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে গোলটি করে রেকর্ড গড়লেন রোনালদো (ভিডিও)

  ক্রীড়া ডেস্ক

১৫ অক্টোবর ২০১৯, ১৯:০০
ক্রিশ্চিয়ানো রোনালদো
রোনালদোর গোলের রেকর্ড (ছবি : সংগৃহীত)

ফুটবল ক্যারিয়ারের ৭শ গোলের দেখা পেলেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমান সময়ে খেলছেন এমন তারকাদের মধ্যে একমাত্র তারই রয়েছে এ রেকর্ড। ইউরো বাছাইয়ে ইউক্রেনের জালে বল জড়িয়ে মাইলফলক স্পর্শ করলেন তিনি।

পর্তুগালের স্পোর্টিং লিসবনের হয়ে ক্যারিয়ারের শুরু করেছিলেন রোনালদো। নিজের শৈশবের ক্লাব ছেড়ে পাড়ি জমান ইংল্যান্ডে। সেখানে স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিজের প্রতিভা মেলে ধরেন তিনি। ২০০৮ সালে প্রথম চ্যাম্পিয়নস লিগ ও ব্যালন ডি অর জেতেন সি আর সেভেন।

পরে তৎকালীন রেকর্ড ট্রান্সফারে রোনালদোকে দলে টানে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন তিনি। উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্রথম শততম গোলের রেকর্ড গড়েন তিনি। গত মৌসুমে তিনি পাড়ি জমান ইতালি সেরা ক্লাব জুভেন্তাসে। প্রথম মৌসুমেই তুরিনের ক্লাবকে ঘরোয়া ট্রেবল জেতান সিআর সেভেন।

ক্লাব ক্যারিয়ারে মোট ৬০৫টি গোল করেছেন রোনালদো। লিসবনের হয়ে ৫টি, ম্যানইউর হয়ে ১১৮টি, রিয়ালের হয়ে ৪৫০টি, জুভেন্তাসের হয়ে ৩২টি গোল করেন। আর দেশের জার্সিতে ৯৫টি গোল করেন। তার উপরে আন্তর্জাতিক গোলসংখ্যায় এগিয়ে আছেন কেবল একজনই, তিনি ইরানের আলী দাই।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড