• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক ম্যাচে দুই অধিনায়ক, নতুন নিয়ম চালু করছে অস্ট্রেলিয়া!

  ক্রীড়া ডেস্ক

১৫ অক্টোবর ২০১৯, ১৮:৩৭
অস্ট্রেলিয়া ক্রিকেট দল
অস্ট্রেলিয়া ক্রিকেট দল (ছবি: সংগৃহীত)

আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেটকে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করতে চালু করা হচ্ছে নতুন নতুন নিয়ম। এবার তারই অংশ হিসেবে এক ম্যাচে দুই অধিনায়ক খেলানোর নিয়ম চালু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

আসন্ন শ্রীলঙ্কার অস্ট্রেলিয়া সফরেই পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করবে অস্ট্রেলিয়া। এ তথ্য জানিয়েছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের যোগাযোগ ব্যবস্থাপক ম্যাথিউ টেলর জানিয়েছেন এই অবাক করা তথ্য।

এছাড়া অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন এ তথ্যটি নিশ্চিত করে জানান, ‘পিটার (সিডল) আর ড্যান (ক্রিশ্চিয়ান) তাদের দুর্দান্ত নেতৃত্বগুণের কারণে কো-ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন।’

ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার ইলেভেনের বিপক্ষে ২৪ অক্টোবর প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে সফরকারী শ্রীলঙ্কা। সে ম্যাচেই প্রথমবারের মতো দুই অধিনায়ক নিয়ে খেলবে প্রাইম মিনিস্টার ইলেভেন। এ ব্যাপারে পেইন বলেন, ‘এবারই প্রথমবারের মতো প্রাইম মিনিস্টার ইলেভেনের জন্য দুজন অধিনায়ক মনোনীত করা হয়েছে। ঐতিহ্য বদল হচ্ছে, দুজনই কো-ক্যাপ্টেন হিসেবে থাকবেন।’

ওডি/এমএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড