• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘চ্যাম্পিয়ন’ সাকিবের ঘরে যত শিরোপা

  ক্রীড়া ডেস্ক

১৪ অক্টোবর ২০১৯, ২০:১৩
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টির ফেরিওয়ালা সাকিব
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টির ফেরিওয়ালা সাকিব (ছবি : সংগৃহীত)

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টি লিগগুলোর এক নিয়মিত ফেরিওয়ালা সাকিব আল হাসান। বাংলাদেশ জাতীয় টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক সাকিব লিগগুলোতে যে ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন তারাই চ্যাম্পিয়ন হয়ে ঘরে শিরোপা তুলেছে। এখন পর্যন্ত জনপ্রিয় তিনটি টি-টুয়েন্টি লিগে অংশ নিয়ে ছয়টি শিরোপা জিতেছে সাকিব।

ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলোর মধ্যে সাকিবের প্রথম শিরোপা আসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। টুর্নামেন্টে ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। সেই আসরে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন শাহরুখ খানের দলটি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে ২০১৩ সালে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলেন সাকিব। সেই আসরে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন চিটাগং কিংসকে ৪৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাকিব-মাশরাফির ঢাকা।

এক আসর বিরতির পর আবারও আইপিএলে শিরোপা জিতেন সাকিব। ২০১৪ এর আইপিএলে ফের গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্সে খেলেন সাকিব। সে আসরের ফাইনালে জর্জ বেইলের নেতৃত্বাধীন কিংস ইলেভেন পাঞ্জাবকে ৩ উইকেটে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতে নেয় কলকাতা।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ২০১৬ সালে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেন সাকিব। সেই আসরের ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় সাকিবের জ্যামাইকা।

একই বছর বিপিএলে ঢাকা ডায়নামাইটসের নেতৃত্ব দেন সাকিব নিজেই। সেবার তার অধিনায়কত্বেই ড্যারেন স্যামির নেতৃত্বাধীন রাজশাহী কিংসকে ৫৬ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় ঢাকা।

আর সবশেষ গত রবিবার রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ২৭ রানে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতে নেয় সাকিব আল হাসানদের বার্বাডোজ ট্রাইডেন্টস।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড