• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পিসিবির নতুন নিয়মে পথে বসছে শত শত পাক ক্রিকেটার

  ক্রীড়া ডেস্ক

১৪ অক্টোবর ২০১৯, ১৮:১৬
পিসিবি
পাকিস্তান ক্রিকেট দলের লগো (ছবি: সংগৃহীত)

আন্তর্জাতিক ক্রিকেটে ধুঁকছে পাকিস্তান। বিশ্বকাপে ব্যর্থ হয়ে বাড়ি ফিরতে হয়েছে তাদের। এছাড়া সম্প্রতি বেশ বাজে সময়ই পার করছে দলটি। এমন অবস্থায় ক্রিকেটকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

ইতোমধ্যেই দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হককে। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও ব্যাপক পরিবর্তন এনেছে পিসিবি। তবে ঘরোয়া ক্রিকেটের কাঠামো পরিবর্তন করে সমালোচনার মুখে পড়তে হচ্ছে পিসিবিকে।

এছাড়া ঘরোয়া ক্রিকেট নিয়ে পিসিবির নতুন সিদ্ধান্তে বিপাকে পড়েছে দেশটির প্রায় ৮শ ক্রিকেটার। আগে ঘরোয়া লিগে অংশ নিত ১৬টি দল। ফলে খেলার সুযোগ পেত ১ হাজারের অধিক ক্রিকেটার। নতুন নিয়মে দলের সংখ্যা কমিয়ে আনা হয়েছে ৬ এ। ফলে খেলার সুযোগ পাচ্ছে মাত্র ২শ জন ক্রিকেটার। বাকি ৮শ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন বেকারের খাতায়।

তবে তাদের এমন সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছে পিসিবি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরনোকে আঁকড়ে ধরে লাভ নেই। আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে। দলকে যাদের দেওয়ার মতো সে রকম কিছু নেই, তাদের বাদ দিয়েই চিন্তা-ভাবনা করতে হবে। তাতে তরুণদের দরজা খুলবে। সর্বোপরি এ পর্যায়ে খেলার জন্য উপযুক্তদেরই বেছে নেওয়া হচ্ছে।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড