• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রিদ্ধিমান সাহার অবিশ্বাস্য ক্যাচের ভিডিও ভাইরাল

  ক্রীড়া ডেস্ক

১৪ অক্টোবর ২০১৯, ১০:০৫
রিদ্ধিমান সাহা
ডি ব্রুইনের অবিশ্বাস্য ক্যাচ ধরলেন সাহা (ছবি : সংগৃহীত)

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে এখন হোয়াইটওয়াশের চিন্তা টিম ইন্ডিয়ার। রাঁচি টেস্ট শুরু হওয়ার আগে ভারতীয় শিবির এখন অনেক বেশি ফুরফুরে ও আত্মবিশ্বাসী মেজাজে আছে। আর ক্রিকেট বিশ্লেষকরা গত টেস্টের কাটাছেঁড়া বিশ্লেষণে ব্যস্ত। পুনে টেস্টে কোহলির ডাবল সেঞ্চুরির পর সবচেয়ে আলোচিত রিদ্ধিমান সাহার অবিশ্বাস্য ক্যাচ। লেগসাইডে শরীর ছুঁড়ে দিয়ে বাঁ হাতে ক্যাচ ধরেন সাহা। যা দেখে প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে উঠল ক্রিকেটমহল।

পুনে টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসেও উমেশ যাদবের বলে দুরন্ত ক্যাচ ধরে ডি ব্রুইনকে সাজঘরে ফেরত পাঠিয়েছিলেন রিদ্ধি। শুধু ক্যাচ নেওয়াই নয়, বাঁ দিকে ঝাঁপিয়ে অনেকবারই বল ধরেছিলেন তিনি। রবিচন্দ্রন অশ্বিন তাই রিদ্ধিকে দলের সম্পদ হিসেবে চিহ্নিত করেন। তাকে বিশ্বের অন্যতম সেরা বলেও তুলে ধরেন। অধিনায়ক বিরাট কোহলি টেস্ট সিরিজের আগেই রিদ্ধিকে বিশ্বের সেরা উইকেটরক্ষক বলেছেন।

প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও উমেশের বলে ডি ব্রুইনের ক্যাচ ধরেন রিদ্ধি। এ বার বাঁ দিকে ঝাঁপিয়ে নিলেন এ অসাধারণ ক্যাচটি। উমেশের সৌভাগ্য, উইকেটের পিছনে গ্লাভস হাতে ছিলেন রিদ্ধিমান। এক হাতে ক্যাচ নেওয়ার পর তাই তাঁর দিকে দৌড়ে এলেন সতীর্থরা। গাভাস্কার প্রশংসায় ভরিয়ে দিলেন রিদ্ধিকে। তাঁর মুখে উঠে এল সৈয়দ কিরমানির কথা। লেগসাইডে কিরমানিও এমন নির্ভরতা দিতেন বলে জানালেন কিংবদন্তি ওপেনার। আর কয়েক মুহূর্ত পরেই রিদ্ধির ক্যাচ ভাইরাল হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড