• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘তামিম বেশ ভালোই ব্যাট করেছে’

  ক্রীড়া ডেস্ক

১৩ অক্টোবর ২০১৯, ২১:২৩
তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ
তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ (ছবি : সংগৃহীত)

আগামী মাসেই ভারত সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসন্ন এই সফরে টি-টুয়েন্টি সিরিজের পর টিম ইন্ডিয়ার বিপক্ষে সাদা পোশাকে লড়বে সাকিবরা। যার মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।

আসন্ন এই সফরের জন্য প্রস্তুতি নিতে জাতীয় দলের ক্রিকেটারদের চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলা বাধ্যতামূলক করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিব)। এরই মধ্যে আজ এনসিএলের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে।

দুই ইনিংসে বল করে ৬ উইকেট ও এক ইনিংসে ব্যাট করে ৬৩ রান করেন জাতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। বলে ব্যাটে অবদান রাখায় ম্যাচ সেরা হয়েছেন তিনি। ম্যাচ শেষে জাতীয় লিগের ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমার মনে হয় এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই। আমি আশা করি যারা রান করতে পারেনি তারা যেন আরও বেশি কষ্ট করে দ্বিতীয় রাউন্ডে রান করতে পারে। কেউ হয়তো রান করেছে কেউ করেনি। কিন্তু সবাই চেষ্টা করছে।’

জাতীয় দলের সতীর্থ তামিম অফ-ফর্মে থাকার প্রসঙ্গে এই অলরাউন্ডার বলেন, ‘তামিম বেশ ভালোই ব্যাট করেছে। আমার কাছে মনে হয় সে সত্যি কঠোর পরিশ্রম করছে। হয়তো বড় রান করতে পারেনি। তবে ওর ব্যাটিংয়ের ছন্দ দেখে মনে হচ্ছে ও খুব ভালো ব্যাট করছে। আপনারা সবাই জানেন, গত কয়েক মাস ধরে ও অনেক কষ্ট করেছে ফিটনেস নিয়ে এবং ব্যাটিং নিয়ে কাজ করছে। আশা করি দ্রুত যে আরো ভালো করবে।’

ভারত সফর প্রসঙ্গ বলেন, ‘যদি শুধু জাতীয় দলের কথা চিন্তা করেন তাহলে দেখবেন অনেক দিন ধরে ওরা ক্রিকেট খেলছে। আমরা বেশ কয়েক মাস ধরেই ক্রিকেট খেলছি। তারপরও এক্সট্রা একটা ফোকাস ছিল কারণ সামনে আমাদের ভারত সফর।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড