• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

জামাল ভূঁইয়াদের হারাতে ভারতের শক্তিশালী দল ঘোষণা

  ক্রীড়া ডেস্ক

১২ অক্টোবর ২০১৯, ২১:৫৭
ভারতীয় জাতিয় ফুটবল দল
ভারতীয় জাতিয় ফুটবল দল (ছবি : সংগৃহীত)

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়া কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাতারের কাছে ২-০ গোলে হারলেও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মাতিয়ে শুক্রবার কলকাতায় পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা। সেখানে একই প্রতিযোগিতায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) কলকাতার ঐতিহ্যবাহী বিদ্যাভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

নিজেদের তৃতীয় ম্যাচে অংশ নিতে শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ দল চলে গেছে কলকাতায়। ভারতের দলটি এখন আছে গুয়াহাটিতে। সেখানে স্থানীয় একটি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলেছেন সুনীল ছেত্রিরা।

গুয়াহাটি ওই দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের পরই বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ভারতের ক্রোয়েশিয়ান কোচ ইগোর স্টিমাক।

ভারতীয় স্কোয়াড

গোলরক্ষক : গুরপিৎ সিং সানধু, আমরিন্দর সিং, কমলজিৎ সিং;

ডিফেন্ডার : প্রীতম কোতাল, রাহুল ভেকে, আদিল খান, নরেন্দ্রর , আনাস এরাথোদিকা, সার্থক গোলুই, মান্দার রাও দেশাই, সুবশিষ বোস;

মিডফিল্ডার : নিখিল পুজারী, উদান্ত সিং, অনিরুদ্ধ থাপা, ভিনিত রাই, রায়নিয়ের ফার্নান্দেস, সাহাল আবদুল সামাদ, ব্রান্ডন ফার্নান্দেস, লালিয়ানজুয়ালা, আশিক কুরুনিয়ান;

ফরোয়ার্ড : বলওয়ান্ত সিং, সুনিল ছেত্রি ও মানভির সিং।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড