• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাব্বি-সুমনের আগুনঝরা বোলিং

  ক্রীড়া ডেস্ক

১২ অক্টোবর ২০১৯, ১৯:২৮
পেসার কামরুল ইসলাম রাব্বি
পেসার কামরুল ইসলাম রাব্বি (ছবি : সংগৃহীত)

প্রথম রাউন্ডেই দুর্দান্ত হয়ে উঠেছে জাতীয় ক্রিকেট লিগ। প্রথম রাউন্ডের তৃতীয় দিনে বল হাতে আগুন ঝরিয়েছেন বরিশাল বিভাগের পেসার কামরুল ইসলাম রাব্বি। আগুনঝরা স্পেলে টপাটপ তুলে নিয়েছেন উইকেট। শেষপর্যন্ত নামের পাশে যোগ করেছেন ছয় উইকেট। আর রাজশাহী বিভাগের প্রথম ইনিংস থেকে ৫ উইকেট তুলে নিয়েছেন ঢাকা বিভাগের ১৯ বছর বয়সী পেসার সুমন খান।

সিলেট-বরিশাল

প্রথম রাউন্ডে রাজশাহীতে টায়ার-২ এর ম্যাচটিতে দ্বিতীয় দিন পর্যন্ত খেলা হয়েছিল সবে ৩১ ওভার। তাতে ৩ উইকেটে ৬৮ রান তোলে সিলেট বিভাগ। তৃতীয় দিনে রাব্বির তোপে সেই দলটি প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ৮৬ রানে। আগেরদিনের অপরাজিত জাকির হাসান এ দিন আর কোনো রান যোগ না করে ৩২-এর ঘরে ফেরেন। আরেক অপরাজিত অধিনায়ক অলক কাপালি আরও ১০ রান যোগ করে ১৮ রানে থামেন। বাকিদের মধ্যে চলে আসা-যাওয়ার মিছিল।

বরিশালের পেসার রাব্বি আগেরদিন ২ উইকেট নিয়েছিলেন। এ দিন নিয়েছেন আরও ৪টি। সবমিলিয়ে ১৬ ওভার ১ বলে ২৪ রানে ৬ উইকেট দখলে ২৭ বছর বয়সী পেসারের। প্রথম শ্রেণির ক্রিকেটে তার সেরা বোলিং। আগের সেরাটি ৬৫ রানে ৫ উইকেটের।

বৃষ্টিতে প্রথম দুদিনের অনেকটা খেলা ভেস্তে যাওয়ায় পরে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা করেছে বরিশাল বিভাগ। ৫০ ওভার ৩ বলে ৮ উইকেটে ২৩১ তুলে ইনিংস ছাড়েন অধিনায়ক ফজলে মাহমুদ। ওপেনার শাহরিয়ার নাফীস ৬৩, রাফসান আল ৩৩, অধিনায়ক ফজলের ৭০ রানে এই সংগ্রহ জমায় বরিশাল। সিলেটের হয়ে রেজাউর রহমান ৩টি ও অলক কাপালি ২টি করে উইকেট নিয়েছেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও অবশ্য স্বস্তিতে নেই সিলেট। তৌফিক খান (০) ও রাহাতুল ফেরদৌসকে (১১) হারিয়ে শেষবেলায় আবারও চাপে দলটি। এ দুই উইকেটের একটিও অবশ্য রাব্বি পাননি, গেছে নুরুজ্জামান ও তৌহিদুলের ঝুলিতে। ৮ উইকেট হাতে নিয়ে এখনো ১১৮ রানে পিছিয়ে আছে সিলেট। বরিশাল শেষদিনে চাইবে ঝটপট উইকেট। হাতে পুরো একটি দিন।

ঢাকা-রাজশাহী

এ দিকে ফতুল্লায় টায়ার-১ এর ম্যাচটিতে প্রথম ইনিংসে ২৪০ রান তুলে অলআউট হয়েছিল ঢাকা বিভাগ। জবাব দিতে নেমে রাজশাহী বিভাগ দ্বিতীয় দিন শেষ করেছিল ১৭৩ রান নিয়ে ৬ উইকেট হাতে রেখে। শনিবার (১২ অক্টোবর) ১৯৭ রানে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে গেছে রাজশাহী। পরে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২০৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে ঢাকা। রাজধানীর দলটি লিড নিয়েছে ২৪৯ রানের।

রাজশাহীর প্রথম ইনিংস থেকে ৫ উইকেট তুলে নিয়েছেন ঢাকার ১৯ বর্ষী পেসার সুমন খান। সালাউদ্দিন শাকিল নিয়েছেন ৩টি উইকেট। দ্বিতীয় ইনিংসে নেমে রনি তালুকদার ২০, জয়রাজ শেখ ৩০, রাকিবুল হাসান ৬৫, তাইবুর রহমানের অপরাজিত ৬৭ রানে বড় লিড জমায় ঢাকা। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া রাজশাহীর স্পিনার তাইজুল এই ইনিংসে ৩ উইকেট ঝুলিতে জমিয়েছেন, ২টি উইকেট গেছে ফরহাদ রেজার দখলে।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড