• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও বিশ্রামে সাকিব!

  ক্রীড়া প্রতিবেদক

১২ অক্টোবর ২০১৯, ১৭:৩২
সাকিব আল হাসান
সাকিব আল হাসান (ছবি: সংগৃহীত)

বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাকিব আল হাসান। এর আগে ত্রিদেশীয় সিরিজ ও এক ম্যাচের টেস্ট সিরিজ খেলেছেন এ ক্রিকেটার। টানা খেলার মধ্যে থাকা সাকিবের বিশ্রামের প্রয়োজন। এমনটাই মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

ইতোমধ্যে শুরু হয়ে গেছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। এবারের লিগে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে বিসিবি। ফলে তামিম-মুশফিকরাও খেলছেন এনসিএল। তবে এনসিএলে সাকিব আল হাসানের না খেলার সম্ভাবনাই বেশি। এমন ইঙ্গিতই দিলেন আকরাম খান। শনিবার (১২ অক্টোবর) সাংবাদিকদের তিনি বলেন, ‘সাকিবের এনওসি ছিল গতকাল (১১ অক্টোবর) পর্যন্ত। ওর টিম ফাইনালে উঠেছে, আমাকে ফোন দিয়েছিল। কথা হয়েছে। দুই দিনের এনওসি দিয়েছি আমরা। ১৩-১৪ তারিখের দিকে দেশে ফিরবে। তারও একটা বিশ্রামের ব্যাপার রয়েছে। গত সিরিজে খেলেই ও সেখানে খেলতে গেছে।’

তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর মতামতকেই প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানান আকরাম। তিনি বলেন, ‘কোচের পরামর্শই আমরা অনুসরণ করছি। যেমন যারা দুই ফরম্যাটে খেলবে (টেস্ট ও টি-টুয়েন্টি) তাদের জন্য দুইটা রাউন্ড পর্যন্ত অনুমোদন দেওয়া হবে। কোচ যেটা বলবে সেটাই হবে। কোচের সাথে আলোচনা করে সব সিদ্ধান্ত নেওয়া হবে।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড