• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পেনাল্টিতে রক্ষা ফ্রান্সের

  ক্রীড়া ডেস্ক

১২ অক্টোবর ২০১৯, ১০:০৪
অলিভার জিরুদ (ছবি : টুইটার)
অলিভার জিরুদ (ছবি : টুইটার)

ইউরো বাছাইপর্বে জয়ের ধারা ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। প্রথমার্ধ গোল শূন্য শেষে দ্বিতীয়ার্ধে অলিভার জিরুদের একমাত্র গোলে আইসল্যান্ডকে হারিয়ে মূল পর্বে ওঠার পথে আরেক ধাপ এগিয়েছে দিদিয়ের দেশমের দল।

শুক্রবার (১১ অক্টোবর) আইসল্যান্ডের জাতীয় স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপে ম্যাচটি ১-০ ব্যবধানে জেতে ফ্রান্স। আগের ম্যাচে ঘরের মাঠে ৪-০ গোলের বড় জয় পায় ফরাসিরা।

স্বাগতিকদের মাঠে প্রথমার্ধে গোলের খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি ফ্রান্স। ফলে গোল শূন্যতে শেষ হয় ম্যাচ; বিরতির পর অনেকটা আক্রমণাত্মক খেলা শুরু করে ফরাসিরা।

তবে দ্বিতীয়ার্ধেও ম্যাচের ফলাফল ড্র হতো। যদিও ম্যাচের ৬৬তম মিনিটে পেনাল্টি পেত ফ্রান্স। প্রতিপক্ষের ডি-বক্সে গ্রিজমানকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে গোলরক্ষককে উল্টো দিকে পাঠিয়ে লক্ষ্যভেদ করেন চেলসি স্ট্রাইকার জিরুদ।

সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। সমান ১৮ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে আছে তুর্কিরা। তৃতীয় স্থানে থাকা আইসল্যান্ডের পয়েন্ট ১২। চার নম্বরের দল আলবেনিয়ার পয়েন্ট ৯।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড