• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

৭০০ হতে এক ধাপ দূরে আছেন রোনালদো

  ক্রীড়া ডেস্ক

১২ অক্টোবর ২০১৯, ০৮:৪৭
ক্রিস্তিয়ানো রোনালদো (ছবি : সংগৃহীত)
ক্রিস্তিয়ানো রোনালদো (ছবি : সংগৃহীত)

পর্তুগিজ রাজপুত্র ক্রিস্তিয়ানো রোনালদোর মানেই যেন রেকর্ড আর কীর্তি। একের পর এক অর্জন যাচ্ছে তার ঝুলিতে। শুক্রবার (১১ অক্টোবর) ইউরো বাছাইপর্বের ম্যাচে পর্তুগালের ৩-০ গোলের জয়ে গোল করেছেন রোনালদো। এই ম্যাচে গোলের মধ্য দিয়ে ক্যারিয়ারের ৭০০তম গোলের কাছে পৌঁছে গেছেন তিনি। এছাড়া জাতীয় দলের জার্সি গায়ে ফুটবল বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে সর্বোচ্চ গোলের কীর্তি গড়েন পাঁচবারের ফিফা বর্ষসেরা রোনালদো।

ইউরোর বাছাইয়ের আগের ম্যাচে চার গোল করা রোনালদো গতকাল জালের দেখা পেলেন আবারও। পর্তুগালও পেল প্রত্যাশিত জয়। লুক্সেমবার্গকে হারিয়ে ইউরো বাছাইয়ে জয়ের ধারা ধরে রাখল শিরোপাধারীরা।

মাঠে নামার আগে ৬৯৮ এর ঘরে ছিলেন রোনালদো। রাত ১২টা ৪৫ এ শুরু হওয়ার ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করেই ৬৯৯ গোল পূর্ণ করেন জুভেন্তাস তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় শীর্ষে আছেন চেকোশ্লোভাকিয়ার জোসেফ বিকান (৮০৫)। আর এক গোল করলেই ৭০০ এর ঘরে প্রবেশ করবেন রোনালদো।

রোনালদোর ৬৯৯ গোল করতে ৯৭৩টি ম্যাচ খেলেছেন; যেখানে সর্বোচ্চ গোল আসে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের থাকাকালীন (৪৫১)। দ্বিতীয় সর্বোচ্চ ইংলিশ ক্লাব ম্যানইউর হয়ে (১১৮)। এছাড়া স্পোর্টিং পর্তুগালের হয়ে করেছিলেন ৫ গোল; রোনালদোর বর্তমান ক্লাব জুভেন্তাসের হয়ে এখন পর্যন্ত করেছেন ৩২ গোল। আর জাতীয় দলের হয়ে করেছেন ৯৪টি।

জাতীয় দলের জার্সি গায়ে সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় রোনালদোর আগে আছেন ইরানের ফুটবলার আলি দায়ি (১০৯)। তার টপকাতে রোনালদোর দরকার ১৫টি গোল। ৩৪ বছর বয়সেও রোনালদোর যেমন ফর্মে আছেন সবাইকে ছাড়িয়ে যাওয়া হয়তো এখন কেবল সময়ের ব্যাপার!

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড