• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক নজরে সিপিএলে সাকিবের পারফরম্যান্স

  ক্রীড়া ডেস্ক

১১ অক্টোবর ২০১৯, ২১:২২
সাকিব আল হাসান
সাকিব আল হাসান (ছবি: সংগৃহীত)

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ত্রিনিবাগো নাইট রাইডার্সকে ১২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সাকিবের বার্বাডোজ। ফাইনালে তাদের প্রতিপক্ষ শোয়েব মালিকের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

এ পর্যন্ত সিপিএলে বার্বাডোজের হয়ে পাঁচ ম্যাচ খেলেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। আসুন দেখে নিই এ পাঁচ ম্যাচে সাকিবের পারফরম্যান্স।

সেন্ট কিটস বনাম বার্বাডোজ এবারের সিপিএল সাকিবের যাত্রা শুরু হয় হার দিয়ে। নাটকীয় ম্যাচে সেন্ট কিটসের কাছে সাকিবের দল হারে ১ রানে। তবে দুর্দান্ত পারফর্ম করেন সাকিব। ৪ ওভার বল করে ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট শিকার করেন সাকিব। এছাড়া ইনিংসের প্রথম ওভারই মেইডেন দেন সাকিব। অন্যদিকে ব্যাট হাতে তিন নম্বরে নেমে ২৫ বলে ৩৮ রান করেন।

সেন্ট লুসিয়া বনাম বার্বাডোজ তবে পরের ম্যাচেই জয় পায় সাকিব। সেন্ট লুসিয়াকে ২৪ রানে হারায় বার্বাডোজ। ম্যাচে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে দলের জয়ে অবদানও রাখেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ব্যাট হাতে করেন ২১ রান। এছাড়া ৪ ওভার বল করে মাত্র ২০ রান খরচায় শিকার করেন ১ উইকেট।

ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম বার্বাডোজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও জয় পায় সাকিবের বার্বাডোজ। ম্যাচে ৪ ওভারে ২৫ রানের বিনিময় ২ উইকেট পান সাকিব। এছাড়া ব্যাট হাতে করেন ১৩ রান।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম বার্বাডোজ প্রথম কোয়ালিফায়ারে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৩০ রানে হারে সাকিবের দল। এ ম্যাচে ব্যাট ও বল হাতে ব্যর্থ হন সাকিব। বল হাতে ৪ ওভারে ৪৬ রান দিয়ে থাকেন উইকেট শূন্য। অন্যদিকে ব্যাটিংয়ে নেমে আউট হন মাত্র ৫ রানে।

ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম বার্বাডোজ দ্বিতীয় কোয়ালিফায়ারে ত্রিনবাগো নাইট রাইডার্সকে হারিয়ে বার্বাডোজ ফাইনাল নিশ্চিত করে। তবে এ ম্যাচেও বিবর্ণ থাকেন সাকিব। ব্যাট হাতে ১৮ রান করার পর বল হাতে মাত্র ২ ওভারে ২৭ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড