• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় বরিশাল ক্রিকেট স্টেডিয়াম 

  ক্রীড়া ডেস্ক

১১ অক্টোবর ২০১৯, ২০:১০
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম (ছবি: সংগৃহীত)

বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম। এ দুই দলের মধ্যকার চার দিনের দুই ম্যাচ সিরিজ অনুষ্ঠিত হবে এ স্টেডিয়ামে। আগামী ২৬ অক্টোবর শুরু হবে সিরিজটি।

প্রথমবার আন্তর্জাতিক দলের কোনো ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশালের এ স্টেডিয়ামে। তাই স্টেডিয়ামকে প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছে স্থানীয় আয়োজকরা। এছাড়া বিসিবি কর্মকর্তারাও কাজের অগ্রগতির নিয়মিত তদারকি করছে।

স্টেডিয়ামের ড্রেসিংরুম দুটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা চালাচ্ছে বিসিবি। এছাড়াও প্যাভিলিয়ন সংস্কারের কাজও চলছে। এছাড়া ফ্লাড লাইট পুনঃপ্রতিস্থাপন করার চেষ্টাও চালাচ্ছে বিসিবি।

বরিশালের প্রতিনিধিত্ব করা বিসিবির পরিচালক আলমগীর খান বৃহস্পতিবার (১০ অক্টোবর) বলেন, ‘এই ম্যাচটি আয়োজনে আইসিসি আমাদের সহায়তা করছে এবং ম্যাচগুলো যাতে সফলভাবে সম্পন্ন করা যায় সে লক্ষ্যে বিসিবি নিয়মিতভাবে আমাদের কর্মকাণ্ড তদারকি করছে। বিসিবির প্রকৌশলীরা নিয়মিতভাবে স্টেডিয়াম পরিদর্শনে যাচ্ছেন এবং উন্নয়ন কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করছেন। আমরা তাদের পরামর্শ নিয়েই স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চালিয়ে যাচ্ছি।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড