• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশকে পাত্তাই দিল না বাইচং ভুটিয়া

  ক্রীড়া ডেস্ক

১১ অক্টোবর ২০১৯, ১৮:০৯
বাইচং ভুটিয়া
ভারতের সাবেক অধিনায়ক ভুটিয়া (ছবি : সংগৃহীত)

বিশ্বকাপ ও এএফসি বাছাই পর্বের ম্যাচে লড়াই করলেও কাতারের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ জেমি ডে শিষ্যদের। ১৫ অক্টোবর কলকাতার সল্টলেকে ভারতের মুখোমুখি হবে তারা।

শক্তিশালী কাতারের বিপক্ষে দুর্দান্ত লড়াই করার কারণে উজ্জীবিত হয়েই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ বাংলাদেশকে সহজেই হারানো সম্ভব মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক বাইচং ভুটিয়া। এ জন্য উত্তরসূরি স্ট্রাইকারদের দিকে চেয়ে আছেন তিনি।

বাইচুং বলেন, ‘আমরা গত দুই ম্যাচে যেভাবে খেলেছি, সেভাবে খেললে বাংলাদেশের বিপক্ষে আমাদের সহজেই জয় পাওয়ার কথা। গত দুই ম্যাচে ভারত তাদের ইতিহাসের অন্যতম সেরা খেলা খেলেছে। তারা দেখিয়ে দিয়েছে তারা কত ভালো খেলতে পারে। এখন সেই মানটা বজায় রাখতে হবে। ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে’।

পরের রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখতে বাংলাদেশের বিপক্ষে জিততেই হবে ভারতকে। কারণ পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই তারা। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট শূন্য, আর ভারতের মাত্র এক। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০৪ নম্বরে থাকা ভারতের চেয়ে ৮৩ ধাপ পিছিয়ে আছে বাংলাদেশ। ওমানের বিপক্ষে ২-১ গোলে হেরে বাছাইপর্ব শুরু করেছে ভারত। পরের ম্যাচে তারা কাতারের বিপক্ষে ড্র করে। অপরদিকে আফগানিস্তানের কাছে ১-০ তে ও কাতারের কাছে ২-০ তে হেরেছে জামাল ভূঁইয়ারা।

বাংলাদেশের বিপক্ষে ভুটিয়া আস্থা রাখছেন দলের সেরা তারকা সুনীল ছেত্রীর ওপর। এই তারকা স্ট্রাইকার জাতীয় দলের হয়ে ১১২ ম্যাচ খেলে ৭২ গোল করেছেন। এত গোল করার রেকর্ড লিওনেল মেসিরও নেই। তবে শুধু ছেত্রীর ওপর নির্ভরশীল না থাকার পরামর্শ দিয়েছেন বাইচং।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড