• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

খেলা চলাকালে মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ড

  ক্রীড়া ডেস্ক

১১ অক্টোবর ২০১৯, ১৫:২৮
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকেই শুরু হয়েছে অস্ট্রেলিয়ার ঘরোয়া আসর শেফিল্ড শিল্ড। যেখানে আসরের প্রথম দিনেই দুর্ঘটনা ঘটে! ম্যাচটি ছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও তাসমানিয়ার। খেলা চলাকালে খেলোয়াড়দের প্যাভিলিয়নের পেছনের অংশ থেকে হঠাৎ করে ধোঁয়া উড়তে দেখা যায়। এতে মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়েন স্টেডিয়ামের সবাই।

এমন অবস্থায় খেলোয়াড়রা এক জায়গায় জড়ো হয়ে যান এবং দ্রুত আম্পায়াররা লাঞ্চ বিরতি ডাকেন। ম্যাচটি শুরু হয়েছিল পার্থের ওয়াকা গ্রাউন্ডে। মূলত ম্যাচের ২৬তম ওভার মাঠে গড়ানোর সময় এই ঘটনার সূত্রপাত। প্রথম দিনের লাঞ্চ বিরতির একটু সময় বাকি ছিল তখন।

খেলোয়াড়রা মাঠ ছাড়ার একটু পর চলে আসে অগ্নিনির্বাপক গাড়ি। অগ্নিনির্বাপক কর্মীদের একান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আশা হয়। পরবর্তী সময়ে জানা যায়, ঘটনা ঘটে প্যাভিলিয়নের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র শর্টসার্কিট থেকে।

পরবর্তীকালে দুপুর সোয়া একটার দিকে আবারো ম্যাচ শুরু হয়।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড