• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

'হ্যাজার্ড কখনোই রোনালদো হতে পারবে না'

  ক্রীড়া ডেস্ক

১১ অক্টোবর ২০১৯, ১২:২১
হ্যাজার্ড-ওয়েঙ্গার ও রোনালদো (ছবি : সংগৃহীত)
হ্যাজার্ড-ওয়েঙ্গার ও রোনালদো (ছবি : সংগৃহীত)

২০১৮ সালে পর্তুগিজ রাজপুত ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গেছেন। এরপর থেকে রিয়াল তার রিপ্লেসমেন্ট কেনার চেষ্টা শেষ চলতি মৌসুমে চেলসি থেকে বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ডকে নিয়ে আসে লস ব্লাকোসরা। রোনালদোর জায়াগাতে কতোটা হ্যাজার্ড নিজেকে প্রমাণ করতে পারেন তাই এখন দেখার। তবে আর্সেনালের কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার মনে করেন হ্যাজার্ড কখনোই রোনালদোর জায়গা পূরণ করতে পারবে না।

মৌসুমের শুরুতে রিয়ালের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সমস্যা হলেও ধীরে-ধীরে নিজেকে মানিয়ে নিতে শুরু করেছেন হ্যাজার্ড। এরই মধ্যে সাদা জার্সিতে পেয়েছেন নিজের প্রথম গোলও। রিয়াল বস জিনেদিন জিদানের প্রিয় শীর্ষ হ্যাজার্ড হবেন হয়ত কিন্তু রোনালদোর মতো কখনোই সম্ভব নয় মনে করেন আর্সেনাল বস আর্সেন ওয়েঙ্গার।

বিইআইএন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে ওয়েঙ্গার জানিয়েছেন, 'হ্যাজার্ড রিয়ালের জন্য ঠিক আছে, কিন্তু রোনালদোর বদলি কখনোই হ্যাজার্ড হতে পারে না। সে (হ্যাজার্ড) আপনাকে কখনোই মৌসুমে ৫০টি গোল করে দেবে না, কারণ রিয়াল এখন সেই ফুটবল খেলে না।'

'গোল করার মতো আরও একটি খেলোয়াড় রিয়ালের দরকার ছিল। কারণ বেনজেমার বয়সও এখন ৩২। হ্যাজার্ড একটু ব্যতিক্রমী ফুটবলার। সে আপনাকে বিগ ম্যাচে গোল করে জয় এনে দিতে পারবে।'

তবে হ্যাজার্ডের প্রশংসা করতেও ভুলেননি ওয়েঙ্গার- 'সে কাউকে ভয় পায় না- আমার মনে হয় না রিয়ালের কেউ এখনও আসল হ্যাজার্ডকে দেখতে পেরেছে। কারণ শারীরিকভাবে এখনও সে শতভাগ ফিট নয়। আমি বিশ্বাস আসল হ্যাজার্ডকে রিয়াল খুঁজে পাবে।'

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড