• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউরো বাছাইপর্ব-২০২০

নাটকীয় জয় পেল নেদারল্যান্ডস

  ক্রীড়া ডেস্ক

১১ অক্টোবর ২০১৯, ০৯:১১
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে হারের শঙ্কায় পড়েছিল নেদারল্যান্ডস। প্রথমার্ধে গোল হয়নি, দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে স্বাগতিকরা; তবে শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে নাটকীয় এক জয় নিয়ে মাঠ ছেড়েছে ডাচরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নিজেদের মাঠে 'সি' গ্রুপের ম্যাচে ৩-১ গোলের জয় পায় নেদারল্যান্ডস। ডাচদের হয়ে জোড়া গোল করেছেন মেম্ফিস ডিপে। সবশেষ উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে আট বছর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস; সেবার ৬-০ গোলে জিতেছিল তারা।

তবে গতকাল ম্যাচের শুরু থেকেই গোল থেকে বঞ্চিত করে উত্তর আয়ারল্যান্ড। বার বার আক্রমণ করেও অতিথিদের রক্ষণ ভাঙতে পারেনি স্বাগতিকরা। উল্টো দ্বিতীয়ার্ধের ৭৫তম মিনিটে গোল খেয়ে বসে ডাচরা। হাল সিটির ফরোয়ার্ড জসের হেডে এগিয়ে যায় অতিথিরা।

হারের শঙ্কায় পড়া নেদারল্যান্ডসকে সমতায় ফেরান মেম্ফিস ডিপে। ম্যাচের ৮১তম মিনিটে সতীর্থের পাস পেয়ে প্রথম টোকায় সামনে বাড়ানোর পথে গোলরক্ষককে ফাঁকি দিয়ে দ্বিতীয় টোকায় বল জালে ঠেলে দেন অলিম্পিক লিওঁর এই ফরোয়ার্ড।

ম্যাচের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে লুক ডি ইয়ংয়ের গোলে ব্যবধান ২-১ হয় নেদারল্যান্ডসের। তিনি মিনিট পর একেবারে শেষ মুহূর্তে ডিপের দ্বিতীয় গোলে অসাধারণ জয় নিশ্চিত হয় রোনাল্ড কোম্যানের দলের।

পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে নেদারল্যান্ডস। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির পয়েন্টও ১২। ছয় ম্যাচে উত্তর আয়ারল্যান্ডের পয়েন্টও ১২, তৃতীয় স্থানে আছে তারা।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড