• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রথমার্ধ শেষে ১-১ সমতায় ব্রাজিল-সেনেগাল

  ক্রীড়া ডেস্ক

১০ অক্টোবর ২০১৯, ১৯:১০
ব্রাজিল-সেনেগাল
নয় মিনিটে গোল করেন ফিরমিনো (ছবি : সংগৃহীত)

সিঙ্গাপুরে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও সেনেগাল। প্রথমার্ধ শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল। নয় মিনিটে ব্রাজিল শুরুতে লিড নেয় এরবার্তো ফিরমিনোর গোলে। আর প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টিতে সেনেগালকে সমতায় ফেরান ফামারা দিদিইয়ো।

নেইমারের শততম ম্যাচে স্মরণীয় জয়ের উদ্দেশ্য নিয়ে মাঠে নামে সেলেসাও শিবির। ইংলিশ প্রিমিয়ার লিগের দুই তারকা গ্যাব্রিয়েল জেসুস ও রবার্তো ফিরমিনোর যৌথ চেষ্টাতে শুরুতেই গোল পায় তারা।

নেইমার সাত মিনিটের ভেতর দুইবার সুযোগ হাতছাড়া করলেও ফিরমিনো ভুল করেননি। জেসুসের বাড়ানো পাস থেকে সেনেগালের জালে বল পাঠিয়ে দেন লিভারপুল তারকা। এতে দশ মিনিটের মধ্যে এগিয়ে যায় তিতের শিষ্যরা।

ম্যাচে পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণে যায় সেনেগাল। ৪৫ মিনিটে মারকুইনহোস সাদিও মানেকে ডি বক্সের ভেতর ফেলে দেন। এতে পেনাল্টি স্পটে গোল আদায় করে সেনেগাল। সাদিও মানের পরিবর্তে শট নিয়ে সফল হন ফামারা।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড