• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মায়াঙ্কের সেঞ্চুরিতে রানের পাহাড় দেখছে ভারত

  ক্রীড়া ডেস্ক

১০ অক্টোবর ২০১৯, ১৮:০১
মায়াঙ্ক আগারওয়াল
দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি করলেন আগারওয়াল (ছবি : সংগৃহীত)

রোহিত শর্মার বিপক্ষে শেষ পর্যন্ত সফল হলো দক্ষিণ আফ্রিকা। আগের টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরির আগে তাকে ফেরাতে পারেনি। তবে পুনে টেস্টে ১৪ রানে রোহিতকে আউট করেন রাবাদা। সফরকারীদের সারা দিনে ঐ টুকুই সাফল্য। আগারওয়ালের সেঞ্চুরি ও পূজারা-কোহলির পঞ্চাশ ছোঁয়া ইনিংসে রানের পাহাড় গড়তে যাচ্ছে ভারত। প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ তিন উইকেটে ২৭৩ রান।

পুনের পিচে তিন পেসার নিয়ে খেলছে ভারত। হনুমা বিহারীকে বাদ দিয়ে উমেশ যাদবকে একাদশে রেখেছে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিপক্ষ টস জিতে আবারও ব্যাটিং বেছে নেন কোহলি। এ ম্যাচের মধ্য দিয়ে সৌরভ গাঙ্গুলীকে টপকে ভারতের জার্সিতে টেস্টে ৫০তম ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

তবে ব্যাটিং সহায়ক হলেও ২৫ রানে রোহিতের উইকেট হারায় স্বাগতিকরা। রাবাদার বলে ডি ককের হাতে ক্যাচ তুলে দেন রোহিত। তবে চেতেশ্বর পূজারাকে নিয়ে ১৩৮ রানের মূল্যবান জুটি গড়েন গত টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান মায়াঙ্ক আগারওয়াল। চা-বিরতির ঠিক আগে ৫৮ রানে আউট পূজারা। এতে দুই উইকেটে ১৬৮ রান নিয়ে দ্বিতীয় সেশন শেষ করে টিম ইন্ডিয়া। ৮৬ রানে তখন ক্রিজে ছিলেন মায়াঙ্ক।

তৃতীয় সেশনে নেমে ১৪ রান যোগ করে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ১৬টি চার ও দুই ছক্কায় তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। তবে রাবাদার হাতে শেষ পর্যন্ত পরাস্ত হন মায়াঙ্ক। ডু প্লেসির হাতে ক্যাচ দিয়ে ১০৮ রানে আউট ভারতীয় ওপেনার। চতুর্থ উইকেটে কোহলি ও রাহানে অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটি গড়েন। দিন শেষে কোহলি ৬৩ ও রাহানে ১৮ রানে অপরাজিত। প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ভারত।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড