• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেরার ম্যাচে বিবর্ণ তামিম, মাহমুদউল্লাহর ঝলক

  ক্রীড়া ডেস্ক

১০ অক্টোবর ২০১৯, ১৫:৪৬
তামিম ইকবাল
জাতীয় লিগের মাধ্যমে ক্রিকেটে ফিরলেন তামিম (ছবি : সংগৃহীত)

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের পারফরম্যান্সে নিজেই বিরক্ত ছিলেন তামিম ইকবাল। তাই মানসিকভাবে ফিট হতে লম্বা সময়ের জন্য বিশ্রামে যান। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজে খেলা হয়নি দেশ সেরা ওপেনারের। দেশের জার্সিতে সবশেষ শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলেন তামিম।

জাতীয় লিগের মধ্য দিয়ে ক্রিকেটে ফিরলেন তামিম। শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম বিভাগ। ওপেনিংয়ে তামিম ও সাদিকুর রহমানের জুটিতে ৮০ রান তোলে চট্টগ্রাম। মাহমুদউল্লাহর বলে ৫১ রানে আউট হন সাদিকুর। এরপর তামিমকেও ফিরিয়ে দেন মাহমুদউল্লাহ। ৩০ রানে কট অ্যান্ড বোল্ড হন তিনি।

মুমিনুলও বড় ইনিংস খেলতে পারেননি। ১১ রানে তিনিও রিয়াদের শিকার। বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিন উইকেটে ১৪৭ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম বিভাগ। ১৮ ওভারে ৪০ রানে তিন উইকেট নেন মাহমুদউল্লাহ।

তামিম ও মাহমুদউল্লাহ দেশের ক্রিকেটের দুই অভিজ্ঞ তারকাই চার বছর পর খেলছেন জাতীয় লিগে। সবশেষ ২০১৫ তে চার ম্যাচ খেলে তামিম এক সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরি করেন। প্রথম ইনিংসে ৩০ রানে ফিরলেও সামনের খেলাগুলোতে নিজের সেরাটা খেলতে চাইবেন তামিম। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তামিমের ছন্দ খুব দরকার টাইগারদের।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড