• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ-কাতার ম্যাচ দেখতে কত টাকা লাগবে ?

  ক্রীড়া ডেস্ক

০৯ অক্টোবর ২০১৯, ১৮:৫১
বাংলাদেশ জাতীয় ফুটবল দল
কাতারের মুখোমুখি বাংলাদেশ (ছবি : সংগৃহীত)

বিশ্বকাপ বাছাইয়ে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ বিশ্বকাপের আয়োজক কাতার। দল হিসেবে কাতার অনেক এগিয়ে বাংলাদেশের চেয়ে। তবু ঘরের মাঠে নিজেদের সর্বোচ্চটা উজার করে খেলতে চায় জেমি ডের শিষ্যরা। আগের ম্যাচে বাংলাদেশ হেরে যায় আফগানদের কাছে। তাই ঘরের মাঠে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে খেলবে তারা।

মাঠে সমর্থকদের উপস্থিতি দেখতে চেয়েছেন জেমি ডে, জামাল ভূঁইয়া। অল্প টাকাতেই খেলা দেখতে পারবেন দর্শকরা। টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে মাত্র ৩০ টাকা। এছাড়া ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখতে চাইলে খরচ করতে হবে ১০০ টাকা।

টিকিট পাওয়া যাবে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে ১৫ নম্বর গেইট ও হ্যান্ডবল স্টেডিয়ামের বিপরীতে থাকা বকুল গেট। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, বাংলা টিভি ও রবি মাই স্পোর্টস। বিশ্বকাপ বাছাইয়ের পরের ম্যাচ ১৫ অক্টোবর। ভারতের বিপক্ষে কলকাতায় ম্যাচটি খেলবে জেমি ডের শিষ্যরা।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড