• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

লঙ্কানদের সঙ্গে হার দিয়ে সিরিজ শুরু টাইগারদের

  ক্রীড়া ডেস্ক

০৯ অক্টোবর ২০১৯, ১৬:৪১
মোহাম্মদ মিঠুন
বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক মিঠুন (ছবি : সংগৃহীত)

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিঠুনরা হেরে গেলো লঙ্কানদের কাছে। প্রেমাদাসা স্টেডিয়ামে সাত উইকেটে হারে গেছে সফরকারীরা।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩৩ ওভার তিন বলে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায়। লঙ্কান বোলারদের বিপক্ষে শুরু থেকে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৩২ রান আসে ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে।

২৪ রান করেন নাজমুল হোসেন শান্ত ও ২১ রান করেন মিঠুন। শেষ ছয় উইকেটের বিনিময়ে মাত্র ১৪ রান করতে পারে বাংলদেশ ‘এ’ দল। লঙ্কানদের মধ্যে প্রিয়ঞ্জন সর্বোচ্চ চারটি উইকেট নেন। এছাড়া চামিকা করুনারত্নে ও রমেশ মেন্ডিস দুটি করে উইকেট পান।

জবাবে ২৫ ওভার পাঁচ বলে সহজে জয় তুলে নেয় স্বাগতিক শিবির। ১১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে লঙ্কান অধিনায়ক আশান প্রিয়ঞ্জনের অনন্য ব্যাটিংয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

৬২ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন প্রিয়ঞ্জন। এছাড়া প্রিয়মল পেরেরা ২৪ রানে অপরাজিত থাকেন।

১০ অক্টোবর সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড