• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

লজ্জা থেকে বাঁচতে যে পরিকল্পনা পাকিস্তানের

  ক্রীড়া ডেস্ক

০৯ অক্টোবর ২০১৯, ১৫:৫৬
পাকিস্তান-শ্রীলঙ্কা
টি-টুয়েন্টিতে শেষ ম্যাচে মুখোমুখি পাকিস্থান-শ্রীলঙ্কা (ছবি : সংগৃহীত)

হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে একাধিক পরিবর্তন আনতে যাচ্ছে পাকিস্তান। টি-টুয়েন্টি ফরম্যাটে এক নম্বর দল হয়েও তারা শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ২-০ তেও পিছিয়ে। সফরকারীদের একাদশে থাকা খেলোয়াড়দের মধ্যে সাতজনই দশটি ম্যাচও খেলেনি। এমন অনভিজ্ঞ দলের কাছে হেরে রীতিমতো দুশ্চিন্তায় স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে মাঠ নামবে তারা।

সিরিজে অনেকদিন পর দলে ঠাঁই পান উমর আকমল ও আহমেদ শেহজাদ। তবে দুজনেই ব্যর্থ হন পুরোপুরি। উমর আকমল তো দুই ম্যাচে শূন্যতে আউট হন। তাই তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে এ দুজনকেই একাদশ থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে সরফরাজরা

শেহজাদের পরিবর্তে একাদশে দেখা যাবে ইফতেখার আহমেদকে। উমর আকমলের জায়গায় খেলবেন হারিস সোহেল। বোলিং আক্রমণেও পরিবর্তন আসতে পারে। গত ম্যাচে বাজে বোলিং করেছেন পেসার ওয়াহাব রিয়াজ। তার বদলে খেলতে পারেন উসমান শিনওয়ারি। প্রত্যাশা পূরণ করতে পারেননি লেগস্পিন অলরাউন্ডার শাদাব খানও। তার জায়গায় মোহাম্মদ নেওয়াজের খেলার সম্ভাবনা রয়েছে।

অপরদিকে, শ্রীলঙ্কা তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে আগে কখনো ৩-০ তে জিততে পারেনি। এবার সেই সুযোগ সফরকারী দলের সামনে। ওয়ানডে সিরিজে হারের বদলাটাই যেন টি-টুয়েন্টিতে নিচ্ছে লঙ্কানশিবির। মালিঙ্গা, ম্যাথুস, থিসারা সফরে আসেননি, তাতে কি নবীন দলটি ভয়ডরহীন ক্রিকেট খেলে এরই মধ্যে প্রতিপক্ষ পাকিস্তানের কাছে সমীহ আদায় করেছে। শেষ ম্যাচে অপরিবর্তিত স্কোয়াড নিয়ে মাঠে নামছে তারা।

পাকিস্তান সম্ভাব্য একাদশ

সরফরাজ আহমেদ, বাবর আজম, ফখর জামান, ইফতেখার আহমেদ, হারিস সোহেল, আসিফ আলি, ওয়াহাব রিয়াজ/উসমান শিনওয়ারি, ইমাদ ওয়াসিম, শাদাব খান/মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ আমির ও মোহাম্মদ হাসনাইন।

শ্রীলঙ্কা সম্ভাব্য একাদশ দানুষ্কা গুনাথিলাকা, আভিস্কা ফার্নান্দো, শেহান জয়াসুরিয়া, ভানুকা রাজাপাকসে, মিনোদ ভানুকা, দাসুন শানাকা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা, ভানিন্দু হাসরাঙ্গা, কাসুন রাজিথা ও নুয়ান প্রদ্বীপ।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড