• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদি ফুটবলে যে ঘটনাটি রীতিমতো হাস্যকর

  ক্রীড়া ডেস্ক

০৯ অক্টোবর ২০১৯, ১৫:২৮
ভিডিও রেফারি
ফোন চার্জের জন্য ভিআরের প্লাগ খুলে দেওয়া হয় (ছবি : সংগৃহীত)

আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হলো এবার ফুটবল বিশ্ব। এমন ঘটনা দেখা যায় না কখনো। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) প্লাগ খুলে মোবাইল ফোন চার্জে দিয়েছেন মাঠের কর্মী। এ কারণে খেলাও সাময়িক বন্ধ থাকে। গত মঙ্গলবার আল হাসার প্রিন্স আবদুল্লাহ বিন জালাউই স্টেডিয়ামে এ অদ্ভুত ঘটনা ঘটেছিল। সৌদি আরব প্রিমিয়ার ফুটবল লিগে সে ম্যাচে মুখোমুখি হয় আল ফাতে ও আল-নাসার।

ম্যাচের একপর্যায়ে ভিএআর প্লাগ খুলে মোবাইল ফোন চার্জে দেন ভিডিও রেফারি। ফলে ভিআর প্রযুক্তি তার কার্যকারিতা হারায়। এ জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। পরে অবশ্য খেলা মাঠে গড়ায়। ম্যাচে শেষ হাসি হাসে আল নাসার। ১-০ গোলে আল ফাতেকে হারায় তারা। দলের পক্ষে গোল করেন ফিরাস আল-বুরাইকান।

এ ঘটনার পর ভিএআরের খুঁত ধরেছেন সৌদি আরবিট্রেশন কমিটির চেয়ারম্যান ফার্নান্দো ত্রিসাকো। তিনি বলেন, সফটওয়্যার হিসাবে ভিএআরের এখনও অনেক সমস্যা রয়ে গেছে। অভিনব এ কাণ্ড প্রকাশ্যে আসার পর অবাক হয়েছেন ফুটবল সমর্থকরা।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড