• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতের কাছে ধবলধোলাই বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

০৮ অক্টোবর ২০১৯, ২০:৩১
বাংলাদেশ নারী ‘এ’ ক্রিকেট দল
বাংলাদেশ নারী ‘এ’ ক্রিকেট দল (ছবি : সংগৃহীত)

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ঘরের মাঠে ভারতীয় নারী ‘এ’ দলের কাছে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। মঙ্গলবার (৮ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ভারতের নারী দলের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশের মেয়েরা।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে স্বাগতিকরা। বাংলাদেশের মেয়েরা ৪৪.৪ ওভারে ১২৮ রানে অলআউট হয়। দলের পক্ষে সানজিদা ইসলাম সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া মুর্শিদা খাতুন ৩৩, ফারজানা হক ১৬ এবং ফাহিমা খাতুন ১০ রান করেন।

সফরকারীদের পক্ষে তনুশ্রী সরকার, রাশি কানোজিয়া উভয়েই ৩টি করে এবং দেভিকা বিদ্যা ২টি উইকেট লাভ করেন। জবাব দিতে নেমে ৩৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান করে ভারত ‘এ’ দলের নারীরা।

কক্সবাজারে উভয় দল তিনটি টি-টুয়েন্টি ম্যাচে অংশ নেবে। ১১, ১২ এবং ১৪ অক্টোবর শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড