• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানের ব্যর্থতায় যা বললেন মিসবাহ

  ক্রীড়া ডেস্ক

০৮ অক্টোবর ২০১৯, ২০:০১
মিসবাহ উল হক
পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মিসবাহ উল হক (ছবি: সংগৃহীত)

ঘরের মাঠে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারায় পাকিস্তান। তবে টি-টুয়েন্টিতে এক নম্বর দল হয়েও সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে স্বাগতিকদের।

দলের দায়িত্ব নিয়েই মুদ্রার দুই পিঠই দেখে ফেললেন প্রধান কোচ মিসবাহ উল হক। ওয়ানডে সিরিজ জেতার পর হারলেন টি-টুয়েন্টি সিরিজ।

দলের এমন ব্যর্থতায় পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়াকেই দায়ী করেছেন মিসবাহ। তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকটি বিভাগে ঘাটতি দেখা গেছে। বোলিং, ব্যাটিং এবং বিশেষভাবে স্পিনের বিপক্ষে আমরা যেভাবে আউট হয়েছি ও ডেথ ওভারে যেভাবে বোলিং করেছি। দুটো দলের মধ্যে পরিষ্কার পার্থক্য দেখা গেছে। অনভিজ্ঞ হওয়ার পরও তারা (শ্রীলঙ্কা) শৃঙ্খলাবদ্ধ ছিল ও সবকিছু সঠিক করেছে। অন্যদিকে আমরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছি।’

টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক নম্বর দল পাকিস্তান। তবে গত কয়েক বছরে দলের সেরা পারফর্মার ব্যাটসম্যান বাবর আজম নির্ভর। তবে দলের এমন একজনের ওপর নির্ভরতায় খুশি নন মিসবাহ। তিনি বলেন, ‘হ্যাঁ আমরা বিশ্বের এক নম্বর দল, কিন্তু আমাদের বেশিরভাগ শক্তি দাঁড়িয়ে আছে বাবর আজমের স্কোরের ওপর। দুই ম্যাচে ও রান পায়নি, আমরা পুরোপুরি ভেঙে পড়েছি। আমাদের ছয় কিংবা আরও বেশি ম্যাচ জেতানো খেলোয়াড় বের করতে হবে, আরও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লাগবে।’

মিসবাহ ব্যর্থতা স্বীকার করে বলেন, ‘আমরা পুরোপুরি ব্যর্থ, প্রত্যেকটি জায়গায় ভুগেছি। এটা আমাদের জন্য অনেক বড় ধাক্কা। আমরা নিজের শক্তি কাজে লাগাতে পারিনি। একজন কিংবা দুজন নয়, আমরা অনেক বেশি ব্যাটসম্যান খুঁজছি।’

দীর্ঘ দিন পর দলে জায়গা পেয়েও কাজে লাগাতে পারেনি উমর আকমাল ও আহমেদ শেহজাদ। তাদের সম্পর্কে মিসবাহ বলেন, ‘গত এক বছরে এই দুই খেলোয়াড় যেখানেই খেলেছে, দারুণ পারফর্ম করেছে। পিএসএলে অসাধারণ পারফরম্যান্সে একটা সুযোগের দাবিদার ছিল শেহজাদ। আর উমর যে ফরম্যাটেই খেলুক না কেন, প্রমাণ করেছে। দুর্ভাগ্য হলেও সত্য টি-টুয়েন্টিতে তাদের চেয়ে ভালো পারফর্ম করা ব্যাটসম্যান আমাদের নেই। খেলোয়াড় যারা ঘরোয়া প্রতিযোগিতায় ভালো করবে, তারা অবশ্যই সুযোগের দাবিদার।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড