• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাহরুখ খানদের হারালেই ফাইনালে সাকিবরা

  ক্রীড়া ডেস্ক

০৮ অক্টোবর ২০১৯, ১৭:৫১
সাকিব আল হাসান ও শাহরুখ খান
সাকিব আল হাসান ও শাহরুখ খান (ছবি : সংগৃহীত)

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরের প্রথম কোয়ালিফায়ারেই সুযোগ ছিল ফাইনালের টিকিট কাটার। কিন্তু সে সুযোগ মিস করে সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টস। গ্রুপ পর্বে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল গায়ানা আমাজন ওয়ারিয়রসের বিপক্ষে হেরে অপেক্ষা করতে হচ্ছে তাদের দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য।

টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট হিসেবে সবার আগে টিকিট কাটে গায়ানা। দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে বার্বাডোজ ট্রাইডেন্টস ও ট্রিনবাগো নাইট রাইডার্স। আগামী শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায় মুখোমুখি হবে দুই দল।

প্রথম কোয়ালিফায়ারে বার্বাডোজকে ৩০ রানে হারায় গায়ানা। এর আগে, এলিমেনেটর ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাটট্রিয়টসকে ছয় উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল দল নাইট রাইডার্স।

এ দিকে, লিগ পর্বে দুইবারই ট্রিনবাগোকে হারিয়েছে সাকিবের বার্বাডোজ। প্রথম লেগে সাকিব না খেললেও দ্বিতীয় লেগে চার ওভার বল করে ২৫ রানে দুই উইকেট নেন টাইগার অধিনায়ক। তাই ফাইনালে উঠার পথে সাকিবরা আত্মবিশ্বাসী হতেই পারে।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড